১১তম ইউআইইউ ন্যাশনাল

বিশ্ববিদ্যালয় পর্যায়

রাউন্ড-১ঃ  এই সংসদ কাজের দ্রুততার জন্য স্পীড মানিকে সমর্থন করে।

রাউন্ড-২ঃ এই সংসদ গণভোট ব্যাতীত সংবিধার পরিমার্জন দিবে না।

রাউন্ড-৩ঃ এই সংসদ বিশ্বাস করে, আজকের যুবসমাজ সহনশীলতা ও সম্প্রীতির পরিবর্তে উগ্রবাদ ও সহিংসতাকে বেছে নিয়েছে।

রাউন্ড-৪ঃ এই সংসদ (যুক্তরাষ্ট্র) মনে করে, ভেনিজুয়েলার উপর আরোপকৃত অর্থনৈতিক নিষেধাজ্ঞা একটি ভুল সিদ্ধান্ত।


কলেজ পর্যায়

রাউন্ড-১ঃ এই সংসদ (ভারত) নাগরিত্ব সংশোধনী বিল-২০১৬ বাস্তবায়নকে সমর্থন করে না।

রাউন্ড-২ঃ এই সংসদ ডেভিলস হর্নের অধিবাসী হিসেবে ব্যাট্ম্যান নয়, পানিশারকে তাদের শহরের ত্রাতা হিসেবে দেখতে চায়।

রাউন্ড-৩ঃ এই সংসদ ঐতিহাসিক গুরুত্বপূর্ণ উপন্যাস বাঁ গল্পের বইসমূহে যেখানে সেক্সিট/রেসিস্ট/ বর্তমান সমাজের সাথে অসংলগ্ন বক্তব্য আছে সেইসব লেখা পূনরলিখন করাকে সমর্থন করে।

রাউন্ড-৪ঃ এই সংসদ জনপ্রিয় বিনোদন মাধ্যমে ক্রমবর্ধমান নিউরো ডাইভারজেন্সকে কেন্দ্র করে সিরিজ বা সিনেমা তৈরী করার চর্চায় অনুতপ্ত।

স্কুল পর্যায়

রাউন্ড-১ঃ এই সংসদ গণতান্ত্রিক দেশগুলোতে ধর্মান্তরিত ব্যাক্তিদের রাষ্ট্রীয় নিরাপত্তা দিবে।

রাউন্ড-২ঃ এই সংসদ (ভারত) সোস্যাল ক্রেডিট সিস্টেম চালু করবে।

রাউন্ড-৩ঃ এই সংসদ মনে করে, ঐক্যফ্রন্টের জাতীয় সংসদে যাওয়া উচিত।

রাউন্ড-৪ঃ এই সংসদ (জাপান), অতিরিক্ত কর্মঘন্টার সংস্কৃতিকে সমর্থন করে না।


ইউআইইউ ক্ল্যাশ অব এজেস ২ - বাংলা বিপি ওপেন

রাউন্ড-১ঃ এই সংসদ আয়ের পরিমানের বদলে একজন নাগরিক যে পরিমান সুযোগ সুবিধা এবং অধিকার নিয়ে বেড়ে উঠেছে সেটির ভিত্তিতয়ে তার আয়কর নির্ধারণ করবে।


রাউন্ড-২ঃ এই সংসদ বাহ্যিক সৌন্দর্যের গ্লোরিফিকেশনকে সমর্থন করে।


সেমি ফাইনালঃ এই সংসদ মনে করে, রাষ্ট্রসমুহের  আন্তর্জাতিক সংস্থার(জাতিসংঘ, আইসিসি) পরিবর্তে আঞ্চলিক সংস্থাকে(আশিয়ান, আফ্রিকান ইউনিয়ন,আফ্রিকান কোর্ট অফ হিউম্যান রাইটস এন্ড জাস্টিস) অধিকতর গুরুত্ব দেওয়া উচিত। 


১০ম ইউআইইউ ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ - ২০১৭

রাউন্ড-১ঃ এই সংসদ, বাংলাদেশে মাধ্যমিক পর্যায় থেকে দর্শন শিক্ষা বাধ্যতামূলক করবে।


রাউন্ড-২ঃ কনটেক্সটঃ একজন বিজ্ঞানী স্মৃতির অংশবিশেষ অথবা পুরো স্মৃতি মুছে ফেলার প্রযুক্তি আবিষ্কার করেছেন।

এই সংসদ, স্মৃতি মুছে ফেলার প্রযুক্তিকে অনুমোদন দিবে।


রাউন্ড-৩ঃ থিমঃ আমরাই আসল!

এই সংসদ কোনো কেন্দ্রীয় বিতর্ক সংগঠনের প্রয়োজন অনুভব করে না।












Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING