এই সংসদ মনে করে, বাংলাদেশের শ্রম বাজারে পুঁজিবান্ধব ও শ্রমিক বান্ধব নীতির সহ অবস্থান সম্ভব নয়।
এই সংসদ, রূপকল্প নয় ইতিহাস ভিত্তিক রাজনীতিকে সমর্থন করে।
এই সংসদ মনে করে, বিশ্বাস প্রমাণিত সত্যের চেয়ে শক্তিশালী।
এই সংসদ, বিশ্ববিদ্যালয়ের সমন্বিত ভর্তি পরীক্ষাকে সমর্থন করে।
এই সংসদ মনে করে, উচ্চশিক্ষায় সবার সুযোগ থাকা উচিত নয়।
এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে ব্যাক্তির সম্পদ আহরণ সীমাবদ্ধ (নির্দিষ্ট পরিমাণের বেশি মালিকানা রাখতে পারবে না) থাকবে।
এই সংসদ মনে করে, বাংলাকে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার মাধ্যম করা উচিত
এই সংসদ (ফিলিস্তিন), স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির বিনময়ে জেরুজালেম ইসরাইলকে দিয়ে দিবে।
এই সংসদ, নাগরিকের আচরনের ভিত্তিতে সামাজিক নম্বর পদ্ধতিতে রাষ্ট্রীয় নাগরিক সুবিধা কিংবা বিশেষ সেবা প্রদানে অগ্রাধিকার দিবে।
এই সংসদ, "You Only Live Once" এই ধারণার বহুল প্রচারে অনুতপ্ত।