ফার্স্ট ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ - ২০২০

রাউন্ড-১ঃ এই সংসদ শক্তিশালী জাতিরাষ্ট্র গঠনে লোকরঞ্জনবাদকে সমর্থন করে।

রাউন্ড-২ঃ এই সংসদ একটি "ঈশ্বরমুক্ত" পৃথিবীতে বসবাস করতে চায়।

রাউন্ড-৩ঃ কন্টেক্সটঃ ৩০৬৭ সাল। প্রফেসর থিরুর নেতৃত্বে ৫৭ জনের একটি কমিটি লিগ্যাল্যান্ড শাসন করে। এই কমিটিতে আছে বিজ্ঞানী, নীতিনির্ধারক, খেলোয়াড়, দার্শনিক, বুদ্ধিজীবীসহ এই ঘরানার ব্যাক্তিবর্গ। কিন্তু কোনো রাজনৈতিক ব্যাক্তি নেই। কারণ, গত ৯০০ বছর ধরে এই দেশে রাজনীতি নেই তাই কোনো রাজনৈতিক নেতারও দরকার নেই। দেশটির জনগণ সকল নাগরিক সুবিধা, সামাজিক নিরাপত্তা ও বেঁচে থাকার উপকরণ নিয়ে সুখে শান্তিতে আছে। কিন্তু মোট জনসংখ্যার একটি ছোট অংশ এডামের নেতৃত্বে সংঘবদ্ধ হয়েছে। এমন ছোট ছোট বেশ কয়েকটি কমিউনিটি গড়ে উঠেছে যারা এসব বুদ্ধিজীবীদের শাসনে সুখে বাস করতে চায় না। তারা চায় রাজনীতি করতে, সেটা হোক গণতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র অথবা মিশ্র কোনো ব্যবস্থা।

এই সংসদ(থিরুদের সংসদ) তাদের (এডার ও কম্যুনিটিজ) সক্রিয় রাজনীতি করতে দিবে।

রাউন্ড-৪ঃ কনটেক্সটঃ সাল ২০৩৫ সাল। বাংলাদেশ উন্নত দেশ হতে গিয়েও মধ্যম আয়ের দেশের চক্তে/লুপে আটকে গেছে। প্রতিশ্রুত রুপকল্প 'ভিশন ২০৪০' তে উন্নত দেশ হবার অর্থনৈতিক পরিস্থিতি নেই। এই অবস্থায়, সরকারপন্থী

ডন শামীম এসকোবার সরকারকে ট্রানজিট ট্রানজিট খেলার প্রস্তাব দেয়। এতে, বিভিন্ন রুট হতে ড্রাগের বড় বড় চালান বাংলাদেশের বিভিন্ন বন্দর ব্যবহার করে এশিয়ার বাজারে ঢুকবে। সরকার অফিশিয়াল সমর্থন না দিয়ে, নিজের নিরাপদ ট্রানজিটের মাধ্যমে তা পাচার হতে দেবে। সরকার ব্যপক রাজস্ব পাবে যা রুপকল্প ২০৪০ এর আগেই এদেশের উন্নত দেশ হবার লক্ষ্যমাত্রা নিশ্চিত করবে। ড্রাগের চালান দেশের ভিতরে ঢুকবে না এই শর্তে।

এই সংসদ চায়, খেলা হবে।

কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ(একজন সাধারণ আমেরিকান) হিসেবে ট্রাম্পকে পরবর্তী নির্বাচনে সমর্থন দিবে।



















Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING