বঙ্গবন্ধু পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব - ২০২০
রাউন্ড-১ঃ কনটেক্সটঃ পৃথিবীর জনসংখ্যা তার সীমা অতিক্রম করেছে, বিজ্ঞানের জয়যাত্রায় মানুষের আয়ু ঠেকেছে অমরত্বে।
এই সংসদ, কখনোই সন্তান নিবে না।
রাউন্ড-২ঃ এই সংসদ, একটি ধর্মমুক্ত পৃথিবীতে বসবাস করতে চায়।
রাউন্ড-৩ঃ এই সংসদ(বাংলাদেশ) ৪র্থ শিল্প বিপ্লবের জন্য প্রস্তুত।
রাউন্ড-৪ঃ এই সংসদ মনে করে, CAA ও NRC বাস্তবায়ন হলে ভারত তার অখন্ডতা হারাবে।
৭ম পিইউডিএস জাতীয় বিতর্ক উৎসব - ২০১৯
রাউন্ড-১ঃ এই সংসদ, উন্নত দেশে রাজ পরিবারের ধারনা বিলুপ্ত করবে।
রাউন্ড-২ঃ এই সংসদ, আন্তর্জাতিক অনলাইন প্লাটফর্ম 'আমাজন' কে বাংলাদেশে প্রবেশের অনুমতি দিবে না।
রাউন্ড-৩ঃ এই সংসদ, নেটফ্লিক্স প্রযোজিত সিনেমাকে অস্কার প্রদান করবে না।
রাউন্ড-৪ঃ কনটেক্সটঃ অস্ট্রেলিয়া ক্রিকেটদল নিরাপত্তা ইস্যুতে গত তিন বছর বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক একদিনের ক্রিকেট সিরিজ বর্জন করে। এতে বাংলাদেশ ক্রিকেটবোর্ড আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে।
এই সংসদ, নিরাপত্তা ইস্যুতে দ্বিপাক্ষিক ক্রিকেট সিরিজ বর্জনকারী দেশ, আয়োজক দেশকে ক্ষতিপূরণ দিতে বাধ্য করবে।
কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ, ডাকসু নির্বাচনের ফলাফল মেনে নিবে।
আন্তঃপিইউডিএস বিতর্ক প্রতিযোগীতা - ২০১৯
৬ষ্ঠ পিইউডিএস বিতর্ক উতসব
রাউন্ড-১ঃ এই সংসদ, পরিবর্তীত বিশ্বে রাষ্ট্রভিত্তিক আলাদা শাসন কাঠামোর ধারণা সমর্থন করে না।
রাউন্ড-২ এই সংসদ, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে শুধু ধর্ম নিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানেই সরকারি অনুদান দিবে।
রাউন্ড-৩ঃ এই সংসদ, কাশ্মীরকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিবে
রাউন্ড-৪ঃ এই সংসদ, যে কোনো সশস্ত্র বিপ্লবী সংগঠনকে তাদের আইন বিরোধী কর্মকান্ডের বিচার পূর্বক মূলধারার রাজনীতিতে অংশগ্রহনের সুযোগ দিবে।
কোয়ার্টার ফাইনালঃ কনটেক্সটঃ সাল ২১০০, মানুষের এক শরীর থেকে অন্য শরীরে memory transfer (স্মৃতি পতিস্থাপন) করার প্রযুক্তি আবিষ্কার করেছে।
এই সংসদ স্মৃতি প্রতিস্থাপন প্রযুক্তিকে অবৈধ ঘোষণা করবে।