ইভ্যালি-জুডো ন্যাশনাল ডিবেট ফেস্টিভ্যাল ২০২০

# 9 Minute School হিসেবে, এই সংসদ, পরবর্তী কন্টেন্টগুলোতে পেইড সাবস্ক্রিপশন চালু করবে।

# এই সংসদ, একজন ডেমোক্র‍্যাট (Democrat) হিসেবে, আসন্ন USA নির্বাচনে জো বাইডেন (Joe Biden) কে সমর্থন করবে।

# এই সংসদ, Orphanage Tourism সমর্থন করে না।

# এই সংসদ (বাংলাদেশ) দেশীয় এনিমেশন উন্নয়নের স্বার্থে বিদেশী এনিমেশন প্রচার বন্ধ করবে । 

# এই সংসদ (বাংলাদেশ) করোনা ঝুঁকি নির্মূল হওয়ার আগ পর্যন্ত চীন থেকে কোন নাগরিককে ফেরত আনবে না।

# এই সংসদ (বাংলাদেশ সরকার হিসেবে), অভ্যন্তরীণ ব্যাংক খাত থেকে ঋণ গ্রহণ করবে না।

# এই সংসদ শিল্প-কলার প্রাতিষ্ঠানিকীকরন সমর্থণ করে না।

কনটেক্সটঃ জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা মি. এলেক্স ব্যক্তিগত জীবনে একজন নাস্তিক। পৃথিবী জুড়ে জনসেবামূলক কাজকর্ম, সত্যবাদীতা এবং ভালো ব্যবহারের জন্য তার খ্যাতি রয়েছে। তবে বেশ কয়েক মাস যাবত তার কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না এবং একমাত্র ছোট্ট মেয়ে ছাড়া তার পরিবারেও কেউ নেই।অন্যদিকে লুকায়িত সত্য ঘটনাটি হচ্ছে, তিনি মারা গিয়েছেন এবং মৃত্যুর পর জানতে পেরেছেন, এক ঈশ্বর রয়েছেন এবং, সেখানে স্বর্গ/নরক বলতে কিছুই নেই। পরবর্তীতে ঈশ্বর কোনো কারণ না বলেই তাকে পুনরায় জীবন দান করেন এবং, বলে দেন, 'পৃথিবীতে সবকিছুর কর্মফল রয়েছে, হোক সেটা বংশে'। অতঃপর, সে পুনরায় পৃথিবীতে ফিরে এসেছে!

এই সংসদ মনে করে, মি. এলেক্সের উচিত উক্ত বিষয় সম্পর্কে সকলকে অবগত করা

# এই সংসদ মনে করে, ইরানকে মুসলিম বিশ্বের নেতৃত্ব গ্রহণ করা উচিত ।

# এই সংসদ, সর্বাধিক বিক্রিত বইয়ের তালিকায় “অনুপ্রেরণাদায়ী বক্তব্য(মোটিভেশনাল স্পিচ) ” মুদ্রিত্রুপের আধিক্যে অনুতপ্ত ।


জুডো ন্যাশনাল ফেস্টিভ্যাল - ২০১৮

# এই সংসদ মনে করে,Me too আন্দোলন বাংলাদেশে সফল হবে না।

# এই সংসদ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের পাঠ্যক্রমে ইংরেজি ব্যবহারের বাধ্যবাধকতা সমর্থন করে না ।

# এই সংসদ, মাশরাফির রাজনীতিতে অংশগ্রহন সমর্থন করেনা ।

#এই সংসদ, সন্তানের মূল্যবোধ রক্ষা ও ভবিষ্যৎ উন্নতির জন্য অভিভাবকের কঠোর শাসনকে সমর্থন করে। # এই সংসদ, প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে তাদের প্রদানকৃত করের অর্ধেক কোন খাতে ব্যয় হবে তা নির্ধারণ করার অধিকার প্রদান করবে । 

# এই সংসদ, সেলিব্রেটিদের দলীয় রাজনীতিকে অনুৎসাহিত করবে । 

# এই সংসদ, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্তকে সমর্থন করে । 

# এই সংসদ, চাইনিজ কমিউনিস্ট পার্টি হিসেবে, বৈদেশিক বিনিয়োগের উপর থেকে সকল নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে ।

# এই সংসদ, একজন বাংলাদেশী নাগরিক হিসেবে সাজেক ভ্যালি বর্জন করবে।  


জুডো ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ - ২০১৭

# এই সংসদ, বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাঙ্গালীদের জোরপূর্বক উপস্থিতি সমর্থন করে না।

# এই সংসদ, ইতিহাসভিত্তিক চলচিত্র নির্মাণের ক্ষেত্রে পরিচালকে পূর্ণ স্বাধীনতা দিবে ।

# এই সংসদ, নেট নিউট্রালিটির ধারণা সমর্থন করে না । 

# এই সংসদ (সৌদি আরব), জেরুজালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিবে।

# এই সংসদ, মানব সভ্যতার জন্য সোফিয়াকে আশির্বাদ মনে করে না ।


এসিএমই-জুডো ন্যাশনাল ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৬

# এই সংসদ মনে করে, আজকের বিশ্বে জাতীয়তাবাদের উষ্ণতা উগ্রতায় পরিণত হয়েছে।

# এই সংসদ মনে করে, বর্তমান বিশ্বে জঙ্গীবাদ বিস্তারে ধর্ম একটি মিথ।

# এই সংসদ মনে করে, সুকুমার বৃত্তির বিকাশে আমাদের সামাজিকীকরণ প্রক্রিয়ার সংস্কার প্রয়োজন।

# এই সংসদ মনে করে, নির্বাক যুগের সবাক চ্যাপলিন আজ সবাক যুগে নির্বাক।

# এই সংসদ মনে করে, নারী স্বাধীনতার মোড়কে নারী অবরুদ্ধ হচ্ছে।

# এই সংসদ মনে করে, প্রযুক্তির বিকাশ সাহিত্যের বিপ্লবকে মূল্যহীন করেছে।

# এই সংসদ মনে করে, বিশ্বায়ন ধারণায় ধর্ম অপ্রয়োজনীয়।

# এই সংসদ মনে করে, বৈষম্যময় অর্থনীতি উন্নয়নে অনিবার্য।

# এই সংসদ মনে করে, উন্নয়নের স্বার্থে রামপালে বিদ্যুৎকেন্দ্র স্থাপন একটি যৌক্তিক সিদ্ধান্ত।

# এই সংসদ মনে করে, সাংস্কৃতিক ঐক্য প্রতিষ্ঠার প্রয়াস থেকেই সাংস্কৃতিক সংঘর্ষের সৃষ্টি।

# এই সংসদ মনে করে, তুরস্কের ব্যর্থ অভ্যুত্থান প্রকারান্তরে গণতন্ত্রের পরাজয়।

# এই সংসদ, কর্মক্ষেত্রে তৃতীয় লিঙ্গের কোটা চালু করবে।

# এই সংসদ, বর্তমান সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে একমুখী শিক্ষানীতি প্রণয়ন করবে।

# এই সংসদ মনে করে, মাধ্যমিক স্তর পর্যন্ত ধর্মশিক্ষা আমাদের প্রেক্ষাপটে আবশ্যক নয়।

# এই সংসদ মনে করে, আমাদের চলচ্চিত্র মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে ব্যর্থ।

# এই সংসদ, বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ভাবনায় অবকাঠামোগত উন্নয়নকে কম গুরুত্ব দেবে।

# এই সংসদ মনে করে, বাংলাদেশের সাথে ভারতের আগামী সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে না।

# এই সংসদ, শিশু শ্রমের জন্য শিশুর পরিবারকে শাস্তি দেবে।

# এই সংসদ, দরিদ্র অপরাধীদের দায়মুক্তি দেবে।


৩য় জাতীয় নারী বিতর্ক প্রতিযোগিতা - ১১ তম আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা

# এই সংসদ মনে করে, নারী পুরুষের সমতার ধারণা আদর্শিক নয় ব্যবসায়িক। 

এই সংসদ মনে করে, ঈশ্বরের সত্ত্বা পুরুষ আশ্রিত।

# এই সংসদ মনে করে, নারীর উপর সহিংসতার দায় ব্যাক্তির নয় কাঠামোর। 

# এই সংসদ, বাংলাদেশে বিতর্ক চর্চার ক্ষেত্রে সংরক্ষিত নারী ভিত্তিক দলের অংশগ্রহনে আয়োজিত প্রতিযোগিতা সমর্থন করে না। 

# এই সংসদ,  কর্মক্ষেত্রে মাতৃত্ব ও পিতৃত্বকালীন সমানুপাতিক ছুটি বাধ্যতামূলক করবে।














Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING