ইডব্লিউইউ ওপেন ডিবেট-২০২০

(বাংলা সেগমেন্ট)

রাউন্ড-১ঃ কনটেক্সটঃ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর তথ্য অনুযায়ী ১)বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৬৫ লক্ষ ২) জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭% ৩) প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১১১৭ জন ৪)জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে ৬৩% ৫) খানাপ্রতি গড় জনসংখ্যা ৪.২ জন

এই সংসদ জনসংখ্যা নিয়ন্ত্রণে বাংলাদেশের ব্যর্থতায় অনুতপ্ত।

রাউন্ড-২ঃ ই সংসদ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাম্প্রদায়িক নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানাবে না।

রাউন্ড-৩ঃ এই সংসদ মনে করে বর্তমান প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা 'নারী স্বাধীনতা' দাবীর ফলাফল।

রাউন্ড-৪ঃ এই সংসদ মনে করে ক্ষেত্রবিশেষে কোনো নাগরিককে রাষ্ট্রহীন করার ধারণা যৌক্তিক।

কোয়ার্টার ফাইনালঃ  এই সংসদ ধর্মীয় গ্রন্থ/ পুঁথি বিশ্বাস ও প্রচারে পুরষ্কার কিংবা শাস্তির ধারণাকে অধিক গুরুত্ব প্রদান সমর্থন করে না

সেমিফাইনালঃ এই সংসদ নাগরিকের আচরণের ভিত্তিতে সামাজিক নম্বর পদ্ধতিতে রাষ্ট্রীয় নাগরিক সুবিধা কিংবা বিশেষ সেবা প্রদানে অগ্রাধিকার দিবে

ফাইনালঃ এই সংসদ (ফিলিস্তিন) স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির বিনিময়ে জেরুজালেম ইসরায়েলকে দিয়ে দিবে।

English Segment 

Round-1: THW rather live in world where commitments aren't considered an essential part of romantic relationship

Round-2 : From behind the veil of ignorance, TH would choose not to be born.

Round-3: THR the Democratic Establishment's efforts to halt Bernie Sander's run for the Presidential Nomination.

Round-4: Context: "Off the Field" conduct means the actions and behavior of a player when they are not in the field of play e.g. in their private life or during the off-season. In American sports, The Hall of Fame is the highest award that a sportsperson can achieve. Five years after retirement; a player becomes eligible to be voted into the Hall. The Panel of Voters are journalists and reporters who tend to be white. At present they are unable to vote based on a player’s off the field conduct, and must make decisions based on their sporting performance.

THBT sports Halls of Fame should consider a player’s off the field behaviour when deciding to induct them

Semi final: As an conscientious entry level job applicant, THW rather work in a negative impact industry (eg Tobacco) and donate all earnings above basic necessities to causes of their choice than work in an NGO/ development organisation that makes positive impact but pays just enough to cover basic necessities.

Final: Th would rather appoint lgbtq member to portray any lgbtq character.


ইডব্লিউইউ ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট চ্যাম্পিয়নশীপ-২০১৮

রাউন্ড-১ঃ এই সংসদ মনে করে, বর্তমান নির্বাচন কমিশনের পক্ষে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব।

রাউন্ড-২ঃ এই সংসদ মনে করে, নারীর আধুনিকায়নই নারী শোষনের নতুন হাতিয়ার।

রাউন্ড-৩ঃ এই সংসদ (মার্কিন যুক্তরাষ্ট্র হিসেবে)  জামাল খাসুগী হত্যাকাণ্ডের জন্য সৌদি আরবের উপর (কূটনৈতিক ও অর্থনৈতিক) অবরোধ আরোপ করবে।


ইডব্লিউইউ ডিবেট স্প্রি -২০১৮

রাউন্ড-১ঃ এই সংসদ মনে করে চলমান স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করতে পারছে না।

রাউন্ড-২ঃ এই সংসদ অনলাইন সেবাসমূহের উপর (ভ্যাট/উৎপাদন কর/ সাধারণ কর) আরোপ সমর্থন করবে।

রাউন্ড-৩ঃ এই সংসদ খেলার সাথে রাজনীতি মেশানোকে সমর্থন করে।

রাউন্ড-৪ঃ এই সংসদ উন্নয়নের পরিমাপক হিসেবে জিডিপি নয় জিএনেইচকে সমর্থন করে।

কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ হজ্ব ট্যুরিজম থেকে প্রাপ্ত আয় সকল মুসলিম দেশের মধ্যে বন্টন করবে।

সেমিফাইনালঃ এই সংসদ জাতীয়তাবাদের রাজনীতি সমর্থন করে না।

ফাইনালঃ এই সংসদ নারীদের জন্য সংরক্ষিত আসন ব্যবস্থা বাতিল করবে।

 

 ইডব্লিউইউ ডিবেট স্প্রি -২০১৭

কোইয়ার্টার ফাইনালঃ এই সংসদ মার্ক্স এর ধর্ম তত্ত কে সমর্থন করে।

সেমিফাইনালঃ এই সংসদ আদালতে ঘটে যাওয়া যা কিছু আছে তা লাইভে দেখাবে।

ফাইনালঃ এই সংসদ (বাংলাদেশ)  ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পে অংশগ্রহণ করবে।

 



 









Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING