1st Armanians National - 2020

১ম রাউন্ডঃ এই সংসদ, জাতীয় দলে খেলার উদ্দেশ্যে জাতীয়তা প্রদান এর ধারনাকে সমর্থন করে না।

২য় রাউন্ডঃ এই সংসদ, ধর্মীয় নেতাদের জনসম্মুখে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা নিষিদ্ধ করবে।

৩য় রাউন্ডঃ এই সংসদ, ব্যার্থ প্রেম কাহিনীসমূহকে (রোমিও-জুলিয়েট, দেবদাস-পার্বতী ইত্যাদি) মহিমান্বিত করবে না।

৪র্থ রাউন্ডঃ কনটেক্সটঃ মেহরাব বাংলাদেশের একজন সেলেব্রেটি। মেহরাবের বর্তমান ফেসবুক ফলোয়ারের সংখ্যা ২০ লাখ। মেহরাব যেকোনো ছবি পোস্ট করার সঙ্গে সঙ্গে তাতে মানুষের কমেন্ট, লাইক হু হু করে পড়তে থাকে। মেহরাব তার ফলোয়ারদের করা কমেন্ট যথেষ্ট গুরুত্বের সঙ্গে পড়ে এবং সে অনুযায়ী তার পরবর্তী কাজ করার চেষ্টা করে। এমনকি সে হাফপ্যান্ট পড়া ছবি ফেসবুকে দেয়ায় তার ফলোয়াররা তাকে নিন্দা করায় সে সিদ্ধান্ত নেয় সে আর কখনো হাফপ্যান্ট পড়োবে না।

এই সংসদ মেহরাবের সিদ্ধান্তকে সমর্থন করে।

কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ (ভারত) মহামারী পরিস্থিতিতে RCEP  এ  পুনরায় যোগ দেবে।

সেমি ফাইনালঃ এই সংসদ ট্রান্সহিউম্যানিসম দর্শন সমর্থন করে।

ফাইনালঃ এই সংসদ অনুবাদ সাহিত্যের বদলে এডাপ্টেড সাহিত্যকর্মকে বেছে নিবে। (উদাহরণ - কুইনেলের লেখা ম্যান অফ ফায়ারের অনুবাদের পরিবর্তে হুমায়ূন আহমদের অমানুষ)



Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING