সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব - ২০১৮
রাউন্ড-১ঃ এই সংসদ শিক্ষাপদ্ধতিতে আইন পাঠ সকলের জন্য বাধ্যতামূলক করবে।
রাউন্ড-২ঃ অতীতে যাওয়ার প্রযুক্তি বিদ্যমান ধরে, এই সংসদ সমাজতান্ত্রিক যুগে ফিরে যাবে।
রাউন্ড-৩ঃ কনটেক্সটঃ রাষ্ট্র প্রত্যেক নাগরিকের দৈনন্দিন কাজের উপর (পরিবার,সমাজ, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা) ডাটা কালেকশনের মাধ্যমে রেটিং প্রদান করবে। প্রত্যেক নির্দিষ্ট রেটিং এর উপর নাগরিকরা নির্দিষ্ট রাষ্ট্রিয় সুবিধা ভোগ করতে পারবে। উদাহরনস্বরূপ, সর্বোচ্চ ক্রেডিট প্রাপ্ত নাগরিকগন ফাইভ স্টার হোটেলে প্রবেশ, গনপরিবহনে প্রথমশ্রেনীর যাত্রী, বিমানে চড়তে পারবেন ইত্যাদি। যে সকল নাগরিক নির্দিষ্ট ক্রেডিটের নিচে থাকবেন তারা এই সুযোগ গুলো থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ, সকল নাগরিক যার যার ক্রেডিট অনুযায়ী রাষ্ট্রিয় সুবিধা ভোগ করবেন।
এই সংসদ সোস্যাল ক্রেডিট সিস্টেম সমর্থন করে।
রাউন্ড-৪ঃ এই সংসদ, বাফুফে কর্মকর্তাদের কোনো ফুটবল ক্লাবের সদস্য পদ দিবে না।
কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ, আগামী নির্বাচনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে মনোনয়ন দিবে।
সেমিফাইনালঃ এই সংসদ বিশ্বাস করে, পৃথিবীর মানচিত্রে কোনো ভৌগলিক সীমারেখা থাকা উচিত নয়।
ফাইনালঃ থিমঃ তথ্য অধিকার,
এই সংসদ, গণতন্ত্রের পরিপক্কতার স্বার্থে ৫৭ ধারাকে সমর্থন করে।
এমজেএফ-সিইউএসডি জাতীয় বিতর্ক উৎসব - ২০১৯
রাউন্ড-১ঃ এই সংসদ(তৃতীয় বিশ্ব), নারীবাদের ধারনাকে সমর্থন করে না।
রাউন্ড-২ঃ এই সংসদ, ইউরোপিয়ান ফুটবলে ফাইন্যান্সিয়াল ফেয়ার প্লে আইন নিষিদ্ধ করবে।
রাউন্ড-৩ঃ এই সংসদ, সড়কে ট্রাফিক শৃঙ্খলা নিয়ন্ত্রনের সহায়তায় শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব প্রদান করবে।
রাউন্ড-৪ঃ এই সংসদ, ধর্মান্তকরণে সম্পৃক্ত দাতব্য সংস্থা সমূহকে নিষিদ্ধ করবে।