চুয়েট ডিএস জাতীয় বিতর্ক উৎসব - ২০১৯

রাউন্ড-১ঃ এই সংসদ, বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করবে।


রাউন্ড-২ঃ এই সংসদ, সকল ধরনের মাদরাসায় উচ্চ মাধ্যমিক শ্রেনী পর্যন্ত আধুনিক শিক্ষা (ইঙ্গরেজী, গণিত, বিজ্ঞান) পাঠদানে বাধ্য করবে।


রাউন্ড-৩ঃ এই সংসদ, No Deal Brexit কে সমর্থন করে না।


রাউন্ড-৪ঃ প্রযুক্তি বিদ্যমান আছে বিবেচনা করে, এই সংসদ সমাজের সবাইকে পর্যায়বৃত্তে লিঙ্গ পরিবর্তনে বাধ্য করবে।


সেমি ফাইনালঃ এই সংসদ, একেশ্বরবাদী ধর্মে (খ্রিষ্টান,ইসলাম,ইহুদি) বিশ্বাসী নারীদেরকে ধর্মের নারীবিদ্বেষী বিধান (আইন, ধর্মীয় টেক্সট) না মানা সত্ত্বেও 'বিশ্বাসী' মর্যাদা অক্ষুণ্ন রাখাকে সমর্থন করে। 


ফাইনালঃ এই সংসদ বিশ্বাস করে, এখনই সময় আহত তিতাসের গর্জে ওঠার। 


১৪তম ইন্টার ডিপার্টমেন্ট ডিবেট কম্পিটিশন - ২০১৯

রাউন্ড-১ঃ এই সংসদ শিল্প সাহিত্যের উপর কোনো প্রকার সেন্সরশিপ আরোপ করবেনা। 


রাউন্ড-৩ঃ এই সংসদ, উচ্চ শিক্ষিত যুবকদের 'বিসিএস উন্মাদনায়' অনুতপ্ত।









Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING