সিএমসিডিসি ইন্ট্রা - ২০২০

# এই সংসদ বিশ্বাস করে,  চিকিৎসা  কর্মীদের, ধর্মীয় বা নৈতিক ভিত্তিতে  চিকিৎসা প্রদান থেকে বিরত থাকার সুযোগ থাকা উচিৎ।

এই সংসদ মনে করে, যে সকল দেশ high resistance (উচ্চ প্রতিরোধী, যেমন:এন্টিবায়োটিক) ড্রাগস গুলোর চিকিৎসা ও কৃষি তে ব্যবহারের ক্ষেত্রে WHO এর নির্দেশনা মেনে চলে না,সে সমস্ত দেশে এই ড্রাগস (ঔষুধ) বিক্রির ক্ষেত্রে  WHO এর নিষেধাজ্ঞা জারি করা উচিত।

 #এই সংসদ, সকল চিকিৎসা গবেষণায় CRISPR প্রযুক্তির বিনামূল্যে,  উন্মুক্ত ব্যবহারের জন্য অনুমতি দিবে।

# এই সংসদ, 'চিকিৎসকদের তাদের রোগীদের ইচ্ছাকে মেনে চলা উচিত, এমনকি  যেখানে রোগীদের সর্বোত্তম স্বার্থ নেই সেখানেও' এই উপাখ্যানে অনুতপ্ত।

  কনটেক্সটঃ "মেডিকেলাইজেশন (Medicalization)" হল এমন একটি পদ্ধতি, যেখানে একজন মানুষের ভিন্ন ধরনের আচার,আচরণ, ব্যবহারের ভিত্তিতে তাকে আলাদা করে চিকিৎসার আওতাধীন করা হয়, উপযুক্ত চিকিৎসা / পরামর্শ দিয়া হয়।

"Learning Difficulties" বা "শিখন দুর্বোধ্যতা " একজন মানুষের এমন একটা অবস্থাকে নির্দেশ করে যার কারনে সে তার সমতুল্য সহপাঠী / সহকর্মী দের তুলনায় কোন কিছু শেখা বা কোন কিছুর দক্ষতা অর্জনের দিক থেকে পিছিয়ে থাকে। যেমন: কোন একটা লেখা পড়ে সেটা অনুধাবন করতে না পারা,কোন কাজে / শিখার সময় মনোযোগ দিতে না পারা, অতিমাত্রায় উত্তেজিত থাকা ইত্যাদি

এই সংসদ, Learning Disability এর ক্ষেত্রে এই মেডিকেলাইজেশনের ধারনার পরিপন্থী।

কনটেক্সটঃ  'Medicare For All' এমন একটি নীতি যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রে (Single-payer system) এক প্রদায়ক নীতি কাজ করবে যেখানে   সরকার (ইনস্যুরেন্স কোম্পানী গুলোর জায়গায়) রোগী এবং সেবা প্রদানকারীর মধ্যে একটি মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালন করবে।

এই সংসদ, জো বাইডেন হিসেবে, 'Medicare For All' নীতিটি নিয়ে অগ্রসর হবে।











Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING