বুটেক্সডিসি ন্যাশনাল ফেস্ট - ২০২০

বিশ্ববিদ্যালয় পর্যায়

রাউন্ড-১ঃ এই সংসদ, মুসলিমরা নিজেদেরকে 'মডারেট মুসলিম' পরিচয় প্রদান করায় অনুতপ্ত।

রাউন্ড-২ঃ কন্টেক্সটঃ কক্সবাজার বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চল, যা বিশ্ববিখ্যাত একটি ড্রাগ রুটের একটি অংশ। এখান থেকে মায়ানমারের মাধ্যমে ড্রাগ প্রবেশ ও বের হয়। চোরাকারবারীরা এখানের লোকাল রাজনীতিবীদ, পুলিশ, সরকারী কর্মকর্তাদের সাথে সঙ্ঘবদ্ধ হয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে। যে কারনে বেশির ভাগ সময় তারা ধরা পড়ে না।

এই সংসদ(বাংলাদেশ), কক্সবাজারের চোরাকারবারীদের ধরতে মার্সেনারী বা ভাড়ায় খাটিত সৈন্য ভাড়া করবে।

রাউন্ড-৩ঃ সম্প্রতি সময়ে আমরা দেখেছি, ইউএসএ ড্রোন হামলা করে ইরাকী জেনারেল সোলাইমানীকে হত্যা করেছে। ইরান জানিয়েছে তারাও বসে থাকবে না। উত্তরে ইউএসএ জানিয়েছে, তারাও ক্ষেপনাস্ত্র তাক করে রেখেছে ইরানের দিকে। এমন পরিস্থিতিতে ইরান গঠন করেছে একটি সমন্বিত জোট।

এই সংসদ(ইরান+রাশিয়া+চীন+তুরস্ক) সমন্বিতভাবে যুক্তরাষ্ট্রকে আক্রমণ করবে।

রাউন্ড-৪ঃ কনটেক্সটঃ সাল ২০০০, সাবির দূরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত। ২০০৩ সাল পর্যন্ত ক্যান্সার ভয়াবহ রূপ ধারণ করেছে। সে আর যন্ত্রণা নিতে পারছে না। সে চাচ্ছিলো মরে যেতে। কিন্তু তাঁর বন্ধু আয়মান তাকে আশা দেয়, জীবনের মর্ম বোঝায়, তাকে বাঁচিয়ে রাখে। ২০৩০ সাল, এখন সাবির সম্পূর্ণভাবে ক্যান্সার প্রতিহত করেছে, সে বিজয়ী হয়েছে, একজন বিজয়ী যোদ্ধা হিসেবে সে সমাজে প্রতিষ্ঠা লাভ করেছে, সব ক্যান্সার যোদ্ধার জন্য তিনি একজন অনুপ্রেরণা। কিন্তু এর জন্য তাকে ৩০টি বছর অসহনীয় যন্ত্রণার মধ্যে যেতে হয়েছে। অনেক অনেক লোন হয়েছে, সম্পত্তি বিক্রি করা হয়েছে নিজের চিকিৎসার জন্য। অর্থের অভাবে পারিবারিক ভাবে একমাত্র ছেলের পড়ালেখাও বন্ধ।

এই সংসদ, সাবির হিসেবে ২০০৩ সালে আয়মানের উপদেশ গ্রহনে অনুতপ্ত।

রাউন্ড-৫ঃ কনটেক্সটঃ চিপ এক্স মাথায় প্রবেশ করালে একজন মানুষ কোনোরূপ ভায়োলেন্ট কর্মকান্ড করতে পারে না। ভায়োলেন্ট কাজ যেমন কাউকে মারার চেষ্টা করবলে তাকে ইলেক্ট্রিক শক থেকে শুরু করে প্যারালাইজ করার ক্ষমতা রাখে চিপটি।

এই সংসদ, ভায়োলেন্ট অপরাধীকে সাজার বদলে চিপ এক্স গ্রহনের সুবিধা দিবে।

কলেজ পর্যায়

রাউন্ড-১ঃ এই সংসদ, ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভিক্টিমদের প্রাতিষ্ঠানিক পরিচয়ের ওপর নির্ভরশীলতায় অনুতপ্ত।

রাউন্ড-২ঃ কন্টেক্সটঃ মৃত্যুর পর স্বর্গে যেয়ে দেখলেন সেখানে সর্বোচ্চ সুখ আপনার জন্য আছে। আপনি যখন যা চাইবেন তাই আপনার কাছে উপস্থিত হবে। কোনো ধরনের বাধা চ্যালেঞ্জ আপনার জন্য নেই। আপনি চাইলেই স্বর্গ ছেড়ে দিয়ে পৃথিবীতে নতুন একটি জীবন শুরু করতে পারবেন। আপনার পূর্বের জীবনের বাঁ স্বর্গের কোনো স্মৃতি আপনার থাকবে না।

এই সংসদ(একজন ব্যাক্তি হিসেবে) নতুন জীবন বেছে নিবে।

রাউন্ড-৪ঃ এই সংসদ ডোনাল্ড ট্রাম্প হিসেবে সাম্প্রতিক ইরানকেন্দ্রিক সহিংসতাকে রাজনৈতিক ও কূটনৈতিক লাভজনক মনে করে।








Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING