বিডিএফ-আইএলও ন্যাশনাল ডিবেট চ্যাম্পিওনশীফ ২০১৯

রাউন্ড-১ঃ  কনটেক্সটঃ বাংলাদেশের রাজনীতিতে শ্রমিকদের নানা ধরনের অংশগ্রহন থাকে। ভোট ব্যাংক এবং সক্রিয় অংশগ্রহনে (বিভিন্ন মিছিল, মিটিং, শোডাউন) শ্রমিকদের পাওয়া যায়। ট্রেড ইউনিয়ন গুলোতেও রাজনীতি থাকে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল গুলোও শ্রমিক ইউনিট আছে। মোট কথা বাংলাদেশের শ্রমিকদের ব্যবহার করে নানা ধরনের রাজনৈতিক কর্মকান্ডে পরিচালনা হয়ে থাকে।

এই সংসদ (একজন শ্রমিক হিসেবে), শ্রমিকদের ব্যবহার করে হওয়া রাজনৈতিক কর্মকান্ডে সমর্থন করে।


রাউন্ড-২ঃ এই সংসদ, মনে করে মধ্যম আয়ের দেশের জন্য শ্রম অধিকার নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ।


রাউন্ড-৩ঃ এই সংসদ, কারখানা ভিত্তিক ট্রেড ইউনিয়ন বন্ধ করে একক ট্রেড ইউনিয়ন গড়োবে।


বিডিএফ-আরএমএমআরইউ ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৯

রাউন্ড-১ঃ এই সংসদ মনে করে, দেশের টেকসই উন্নয়নের জন্য অভ্যন্তরীণ কর্মসংস্থান সৃষ্টির বিকল্প নেই।


কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ (জাতিসংঘ) উচ্চ আয়ের দেশসমূহকে জনসংখ্যা অনুপাতে সুনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহনে বাধ্য।


সেমি ফাইনালঃ এই সংসদ (বাংলাদেশ) শ্রমিক রপ্তানীর ক্ষেত্রে নারী পুরুষ বৈষম্য বন্ধ করবে।


ফাইনালঃ এই সংসদ (উন্নত বিশ্ব), অভিবাসীদেরকে জাতীয় নির্বাচনে ভোটাধিকার দিবে।


বিডিএফ-আরএমএমআরইউ ইন্টার ইউনিভার্সিটি ডিবেট চ্যাম্পিয়নশীপ ২০১৯

১ম-রাউন্ডঃ এই সংসদ মনে করে, অভিবাসন উন্নয়নের হাতিয়ার নয়, বরং অভ্যন্তরীণ কর্মসংস্থানের সৃষ্টিই পারে দেশের টেকসই উন্নয়ন ঘটাতে।


রাউন্ড-২ঃ এই সংসদ (উন্নত বিশ্ব) জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্থ দেশসমূহের নাগরিকদের নাগরিত্ব দিবে।


রাউন্ড-৩ঃ এই সংসদ মনে করে, রেমিটেন্স প্রেরণ অভিবাসী ব্যক্তির পরিবারের সদস্যদের ব্যাক্তিগত উতকর্ষতা সাধনে বড় অন্তরায়।


কোয়ার্টার ফাইনালঃ এই সংসদ মধ্যপ্রাচ্যে নারী শ্রমিক পাঠানো বন্ধ করবে।


সেমি ফাইনালঃ এই সংসদ (জাতিসংঘ) ইউরোপ, উত্তর আমেরিকা এবং ওশেনিয়ার উচ্চ আয়ের দেশ সমূহকে জনস্নগখ্যা অনুপাতে সুনির্দিষ্ট সংখ্যক অভিবাসী গ্রহনে নির্দেশনা দিবে।


ফাইনালঃ এই সংসদ মনে করে, অভ্যন্তরীণ অভিবাসন টেকসই নগরায়নের প্রধান অন্তরায় 













Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING