# আগামীর শিক্ষা ব্যবস্থ্যায় সাহিত্য দর্শনের প্রয়োজনীয়তা হ্রাস পাবে।
# সামাজিক সচেতনতাই পারে সমাজকে দূর্নীতিমুক্ত করতে।
# উচ্চশিক্ষার সহজলভ্যতাই দেশে বেকার সমস্যা বৃদ্ধি করছে।
# জিপিএ-৫ পাওয়ার আকাঙ্খাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়।
# ব্যবহারিক শিক্ষা নয়, মানবিক শিক্ষাই এখন জরুরী।
# শিক্ষা ব্যবস্থার সংস্কারই পারে দূর্নীতিমূক্ত দেশ গড়তে।
# জনসচেতনতাই দূর্যোগ প্রতিরোধের প্রধান অবলম্বন।
_____________
নারী নির্যাতন প্রতিরোধে আইন নয়, সচেতনতাই মুখ্য ভূমিকা রাখতে পারে।