কনটেক্সটঃ- পারমাণবিক অস্ত্রের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ সংক্রান্ত চুক্তি , যা সাধারণভাবে Non-neuclear Proliferation Treaty (NPT) নামে পরিচিত, একটি আন্তর্জাতিক চুক্তি, যার উদ্দেশ্য পারমাণবিক অস্ত্র এবং অস্ত্র প্রযুক্তি বিস্তার প্রতিরোধ করা, পারমাণবিক শক্তিগুলির শান্তিপূর্ণ ব্যবহারে সহযোগিতা জোরদার করা। চুক্তি অনুযায়ী স্বাক্ষরকারী দেশগুলির মধ্যে যারা ১ জানুয়ারি ১৯৫৭ এর আগে নিউক্লিয়ার অস্ত্র পরীক্ষা করেছে (ইউএসএ, রাশিয়া, ইউকে, ফ্রান্স ও চীন) তারা ব্যতীত অন্য কেউ নিউক্লিয়ার অস্ত্র তৈরী করবে না এবং বিনিময়ে নিউক্লিয়ার অস্ত্রধারী রাষ্ট্রসমূহ স্বাক্ষরকারী নিয়াক্লিয়ার অস্ত্রবিহীন রাষ্ট্রসমূহের সাথে নিউক্লিয়ার প্রযুক্তির সুবিধাসমূহ বন্টন করবে এবং নিজেরা নিউক্লিয়ার নিরস্ত্রীকরণের প্রচেষ্টা চালাবে।

জাপান ১৯৭৬ সালে চুক্তিতে স্বাক্ষর করে। ২০১০ সাল পর্যন্ত মোট ১৯১ টি দেশ স্বাক্ষর করেছে। স্বাক্ষর করেনি এমন রাষ্ট্রসমূহের মধ্যে প্রধান হলো ভারত, পাকিস্তান, ইজরায়েল, উত্তর কোরিয়া। এর মধ্যে ভারত, পাকিস্তান এবং উত্তর কোরিয়া খোলাখুলিভাবে নিউক্লিয়ার অস্ত্র প্রস্তুত এবং পরীক্ষণ করেছে, কিন্তু ইসরায়েল এখনো তাদের নিউক্লিয়ার অস্ত্র থাকার ব্যাপারে তাদের অবস্থান পরিষ্কার করেনি।

এই সংসদ বিশ্বাস করে ইজরায়েলের উচিত পারমানবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি (এনপিটি) স্বাক্ষর করা।


কনটেক্সটঃ- Pink Pistol Movement এমন একটি আন্দোলন যা আমেরিকার সেসব অঞ্চলে বিদ্যমান যেখানে LGBTQ+ গোষ্ঠীর লোকজন প্রচণ্ড সামাজিক চাপের(Social Pressure) মধ্যে রয়েছে। আন্দোলনের নেতারা LGBTQ+ গোষ্ঠীর সদস্যদের সশস্ত্র করার চেষ্টা করছেন(look to arm members of the movement)। ডেমোক্র্যাট পার্টি আমেরিকার সর্ববৃহৎ Liberal দল। পার্টির অন্যতম মূল এজেন্ডা হিসাবে তারা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার জন্য এবং তাদের বিরুদ্ধে আগ্রাসন থেকে প্রতিরক্ষার জন্য সক্রিয়ভাবে কাজ করে এবং সিনেটে চাপ দেয়। তাদের অন্যান্য মূল এজেন্ডার মধ্যে আরেকটি, কঠোরতর বন্দুক নিয়ন্ত্রণ আইন(Gun Control Laws)

এই সংসদ ডেমোক্র্যাট পার্টি হিসাবে Pink Pistol Movement কে সাপোর্ট করবে।


# এই সংসদ, "গণতান্ত্রিক সরকার সম্পূর্ণভাবে জনগণের সরকার" এই ধরণের আখ্যানের (Narrative) জন্য অনুতপ্ত।


# এই সংসদ (সচেতন মার্কিন নাগরিক), যুক্তরাষ্ট্রের রাজনীতিতে চরম বামপন্থী দলের উত্থান না হওয়ায় অনুতপ্ত।


# এই সংসদ মনে করে, স্নায়ু যুদ্ধের সমাপ্তি পৃথিবীর জন্য নেতিবাচক হয়েছে।


# এই সংসদ বিশ্বাস করে উদারপন্থী শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যমের উচিত পশ্চিমা উদার গণতন্ত্রকে (Western Liberal Democracy) শ্রেষ্ঠ সরকার কাঠামো হিসেবে উপস্থাপন করা।


# এই সংসদ জলবায়ু পরিবর্তন-কে অস্বীকার করে, এমন সকল বক্তব্য এবং প্রকাশনা নিষিদ্ধ করবে।


# এই সংসদ রাজনীতিবিদদের জন্যে অবসরের বয়স নির্ধারিত করবে।


কনটেক্সটঃ- একটি দেশের বংশোদ্ভূত কিন্তু অপর একটি দেশের নাগরিক জাহিদ। জাহিদের বাবা সে দেশের(যে দেশের বংশোদ্ভূত জাহিদ) সরকারপ্রধান ও দলীয় চেয়ারপার্সন হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার দলের সাফল্য অন্যান্য যে কোন রাজনৈতিক দলের চেয়ে ভালো। দেশটির রাজনৈতিক চর্চার কারণে দলের দায়ভার দলীয় প্রধানের কাছ থেকে তার ছেলেমেয়েদের কাঁধে বর্তায়। কিন্তু ভিনদেশী নাগরিক হওয়ায় সেই দেশের নাগরিকেরা জাহিদকে নেতা হিসেবে দেখতে চায় না।

এই সংসদ রাজনৈতিক পরিবারের সকলের দ্বৈত নাগরিকত্ব গ্রহণকে নিরুৎসাহিত করবে।


# এই সংসদ মনে করে বিজেপির বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য ভারতীয় মুসলিমদের আক্রমণাত্মক এবং এমনকি সহিংস পদ্ধতি অবলম্বন করা গ্রহণযোগ্য।


# এই সংসদ চরমরূপে অর্থনৈতিকভাবে শোষিত দেশগুলোকে তাদের শোষক দেশগুলোর বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা নৈতিকভাবে সমর্থন করবে।


# এই সংসদ সুপারপাওয়ার হিসেবে USA-এর সম্ভাব্য পতনকে স্বাগত জানায়।


# এই সংসদ বিশ্বাস করে যে, অবকাঠামো উন্নয়নের যে সকল প্রকল্পসমূহ নির্ধারিত সময় অতিক্রম করে সে সকল প্রকল্প এলাকায় বসবাসরত সকল নাগরিককে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া উচিত।


# রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি বিদ্যমান ধরে নিয়ে, এই সংসদ বিশ্বাস করে, UK এর উচিত উপনিবেশিক শাসন এর জন্য ভারতীয় উপমহাদেশ এর দেশগুলোকে কে ক্ষতিপূরণ দেওয়া।


কন্টেক্সটঃ-  যুক্তরাষ্ট্র এর অধিকাংশ অঙ্গরাজ্যে, প্রথম শ্রেণির হত্যা(1st Degree Murder) এবং দ্বিতীয় শ্রেনির হত্যা(2nd Degree Murder) বলে যেসব হত্যাকান্ড বিবেচিত হয় তাতে ১) আক্রোশজনিত পূর্বকল্পনা এবং/অথবা ২) পূর্বপরিকল্পনা থাকে। সাধারণত প্রথম শ্রেণির হত্যায় উক্ত ব্যক্তিকে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং দ্বিতীয় শ্রেণির হত্যা সংঘটিত হলে উক্ত ব্যক্তিকে শাস্তি হিসেবে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়ে থাকে। ৩য় শ্রেণির হত্যার (3rd Degree Murder or Manslaughter) ক্ষেত্রে তুলনামূলক লঘু শাস্তি দেওয়া হয় এবং লঘুতর উদ্দেশ্য বা মোমেন্ট অফ প্যাশন থেকে করা হয়েছে বলে বিবেচিত হয়। এক্ষেত্রে সাধারণত হত্যাকারীর হত্যার উদ্দেশ্য থাকেই না।

এই সংসদ বিশ্বাস করে, যুক্তরাষ্ট্র এর আইন প্রয়োগকারী সংস্থা এর সদস্যদের দ্বারা কোন সংখ্যালঘু(ব্ল্যাক,নেটিভ আমেরিকান, হিস্পানিক) মানুষের হত্যার জন্য শুধুমাত্র (Exclusively) ১ম শ্রেণি অথবা ২য় শ্রেনির হত্যার শাস্তির আওতায় মামলা করবে।


# এই সংসদ (ওয়েস্টার্ন ডেমােক্রেসি) গুরুত্বপূর্ণ জাতীয় ইস্যুতে (কোভিড-১৯ নয়) নিরপেক্ষতাবিহীন পৃথিবীতে বসবাস করতে চায়। অর্থাৎ, সবাই কোন বিষয়ে কোন পক্ষ অবলম্বন করে, সেটা অন্যেরা জানবে।


এই সংসদ মনে করে, অর্থনীতির চেয়ে রাজনীতি আগামীর ভয়ঙ্কর। 


# এই সংসদ মন্ত্রীপরিষদে অর্ধেক টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ প্রদান করা বাধ্যতামূলক করবে।


কনটেক্সটঃ- বিগ টেন্ট পার্টি বলতে এমন সব রাজনৈতিক দলকে বোঝায় যারা ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি ও আদর্শের ভোটারদের এক তাবু বা ছাতার তলায় নিয়ে আসার মাধ্যমে নিজেদের রাজনৈতিক প্রভাব বাড়ানোর চেষ্টা করে। প্রথাগত রাজনৈতিক দলগুলোর ভেতর যেমন নির্দিষ্ট কিছু আদর্শ বা রাজনৈতিক দর্শনের প্রতি আনুগত্য থাকে 'বিগ টেন্ট' পার্টিগুলোর সেরকম থাকে না। বরং দলের প্ল্যাটফর্মে পরষ্পরের সঙ্গে অংশত সাংঘর্ষিক এমন অনেক রাজনৈতিক দর্শনকে এই সব দলের প্ল্যাটফর্মে একই সঙ্গে জায়গা করে দেওয়া হয়।
জার্মানির ক্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন (অ্যাঞ্জেলা মার্কেলের দল) ও ভারতের জাতীয় কংগ্রেস বিগ টেন্ট পার্টির উদাহরণ। 

এই সংসদ বিগ টেন্ট পার্টির ধারণাকে নেতিবাচক মনে করে।


কনটেক্সটঃ- ভেনেজুয়েলা বর্তমানে একটি স্বৈরতান্ত্রিক সরকারব্যবস্থার মধ্যে আছে যার নেতা নিকোলাস মাদুরো। দেশটি এখন অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্যাংশন কমে যাওয়া, তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত অভ্যুত্থান এর কারনে।

এই সংসদ বিশ্বাস করে, মাদুরোর নিজ থেকে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত।


# এই সংসদ ৩০ বছরের কম বয়সী প্রার্থীদের জন্য সংসদে সংরক্ষিত আসন রাখবে।


কনটেক্সটঃ-  ১৯৩৯ সাল। সুভাস বোস টানা দুইবার ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। কিন্তু ভারতের স্বাধীনতার প্রশ্নে তাঁর এবং মহাত্মা গান্ধীর তীব্র বিরোধ দেখা গেছে। বোস প্রয়োজনে সহিংসতার মাধ্যমে স্বাধীনতা অর্জন করতে চাইলেও মহাত্মা গান্ধী কঠোরভাবে অহিংস নীতি বজায় রাখতে চান। একই সাথে চলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ঔপনিবেশিক ব্রিটেনের বিরুদ্ধে লড়ছে নাৎসি জার্মানি এবং সাম্রাজ্যবাদী জাপান। কংগ্রেস যুদ্ধাবস্থায় ব্রিটিশদের সাহায্য করতে চায়।

এই সংসদ সুভাষ বোষ হিসাবে ভারতের স্বাধীনতা অর্জনের জন্য জার্মানি এবং জাপানের সামরিক সাহায্য নিবে।


# এই সংসদ মনে করে সার্কের উচিৎ, সার্কের অন্তর্ভুক্ত দেশসমূহে একই মুদ্রা প্রথা চালু করা।


কনটেক্সটঃ- সমাজে নানাবিধ মানুষ বাস করে। কিছু মানুষ আছে যারা নির্লিপ্ত থাকতে পছন্দ করে, যাদের কোন কিছুতেই কিছু যায় আসে না, এরা আন্দোলন সমর্থন করে না, এরা দলাদলি করে না, এই মানুষগুলা নিজেদের একূল ওকূল কোনো কূলের মানুষ বলেই বিশ্বাস করে না।

 'অসিয়ং' একটি দেশ যেখানে বেশিরভাগ মানুষ আবেগের দিক দিয়ে অনেক বেশি এক্টিভ, কিছু হলেই সোশ্যাল মিডিয়াতে ঝড় ওঠে এই দেশে, এই দেশের রাজনৈতিক অবস্থাও সুখকর না, তবে দেশটি উন্নয়নশীল, জায়গায় জায়গায় দুর্নীতি আছে, একটি দল বেশ কয়েকবছর ধরে ক্ষমতায় আছে, দেশটি কাগজে কলমে গণতান্ত্রিক।

এই সংসদ মনে করে, অসিয়ং দেশের নাগরিক হিসেবে এই নির্লিপ্ত রূপটিকেই বেছে নেয়া উচিত।


কনটেক্সটঃ-জোমিয়া (Zomia) একটি দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশ যার জনসংখ্যার ঘনত্ব প্রতি ব.কি.মি. এ ৫০০ জন। এই অঞ্চলের নাগরিকেরা অনেক স্বাধীনচেতা এবং বহির্শক্তি দ্বারা শাসন এর বাইরে ছিল প্রজন্ম ধরে।এর কারণ হলো ভৌগোলিকভাবে এটি মঙ্গোলিয়া এর কাছাকাছি একটি উচু মালভূমিতে অবস্থান করে এবং এদের কোন সমুদ্রসীমা নাই। গত ৫ বছর ধরে বৈশ্বিক মন্দা চলার কারণে, জোমিয়া অভূতপূর্ব অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয়। দেশটির বর্তমানে সংরক্ষিত প্রাকৃতিক সম্পদ উত্তোলনের ক্ষমতা নেই এবং ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেওয়া বড় আকারের ঋণ পরিশোধ জটিলতার মুখোমুখি হয়েছে তারা। জোমিয়ায় বর্তমানে প্রায় ৫০ শতাংশ মানুষ চাকরিবিহীন এবং এরা দারিদ্রসীমার প্রায় নিচে চলে যাচ্ছে। চীন জোমিয়া এর নিকটবর্তী প্রতিবেশী এবং তাদের মধ্যে দীর্ঘ সময়ের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। চীন জোমিয়ায় সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার। চায়না এমতাবস্থায় জোমিয়াকে প্রস্তাব দিয়েছে তাদের স্পেশাল এডমিনিসট্রেশন অঞ্চল হিসাবে চীনে যোগ দেয়ার জন্য। স্পেশাল এডমিনিসট্রেশন অঞ্চল হলো চীনের One Country, Two system পলিসি অনুযায়ী শাসিত অঞ্চলগুলো যার মধ্যে আছে হংকং ও ম্যাকাও। 

এই সংসদ(জোমিয়া), জোমিয়া কে চায়না এর একটি বিশেষ প্রশাসনিক অঞ্চল (Special Admin Region of China) হওয়ার জন্য ভোট দিবে।


# শান্তিপূর্ণভাবে করা যেতে পারে বাস্তব ধরে নিয়ে, এই সংসদ সমস্ত বিদ্যমান সরকারকে একটি "বিশ্ব গণতান্ত্রিক সরকার" দিয়ে প্রতিস্থাপিত করবে।


# এই সংসদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলন (Civil Right Movement) হিসেবে Confedarate স্মৃতিস্তম্ভ ও সৌধসমূহ বিনষ্ট করার কৌশল ত্যাগ করবে।


কনটেক্সটঃ- মিসরের নাগরিক আশরাফ মারোয়ান সাবেক প্রেসিডেন্ট নাসের এর মেয়ে মুনা নাসেরের স্বামী ও সাবেক প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের সাবেক সিনিয়র উপদেষ্টা। তবে তার চেয়েও বড় পরিচয়, তিনি ছিলেন ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মােসাদের একজন গুপ্তচর। তবে ধারণা করা হয় তিনি মিশরের ডাবল এজেন্ট হিসাবে কাজ করতেন। ১৯৭৩ সালের চতুর্থ আরব-ইসরায়েল যুদ্ধ তথা ইওম কিপুর যুদ্ধের ব্যাপারে ইসরায়েলকে অগ্রীম সতর্কবার্তা দেওয়ার ঘটনাটিকে ইসরায়েলের প্রতি তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান হিসেবে ধরা হয়। বলা হয়, ঐ যুদ্ধের সংবাদ ১৫ ঘন্টা আগে ইসরায়েলের কাছে পৌঁছে দেওয়ার কারণেই সে যাত্রা ইসরায়েল রক্ষা পেয়ে গিয়েছিল। তা নাহলে হয়তো ইসরায়েলের অস্তিত্বই বিপন্ন হতো। ৬২ বছর বয়সে রহস্যজনক মৃত্যুর পর মিসর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করে। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে মারোয়ানের জানাজা পড়িয়েছিলেন মিসরের সর্বোচ্চ ইমাম শেখ মোহাম্মদ সাইয়্যেদ তানতাউই।

এই সংসদ, আশরাফ মারোয়ানের মৃত্যুর পর রাষ্ট্রীয় মর্যাদা দেয়ায় অনুতপ্ত।


# এই সংসদ বিশ্বাস করে, উন্নয়নশীল দেশগুলোর রাজনৈতিক পরিমন্ডল বহির্ভূত বিশিষ্ট ব্যক্তিদের উচিত যেকোনো আন্তর্জাতিক প্ল্যাটফর্মে আলোচনার সময় নিজ দেশের নেতিবাচক দিকগুলোর চেয়ে ইতিবাচকে দিকগুলোর উপর অধিক গুরুত্বারোপ করা।


#এই সংসদ উন্নয়নশীল দেশসমূহে কর্তৃত্ববাদী সরকারের উত্থানকে সাধুবাদ জানায়।


# এই সংসদ বিশিষ্ট ব্যক্তিবর্গের(কবি, সাহিত্যিক, বিজ্ঞানী, ইত্যাদি) রাজনৈতিক দলে অন্তর্ভুক্তিতে অনুতপ্ত।


# এই সংসদ (ভারতীয় মুসলিম হিসেবে) একটি সহিংস আন্দোলন শুরু করবে।

  

এই সংসদ নব্বই পরবর্তী সময়ে সমাজতন্ত্রের পতনে অনুতপ্ত । 


এই সংসদ হংকং হিসেবে স্বাধীনতার জন্য আন্দোলন গঠন করবে। 


# মাইক পেন্সের সম্মতি আছে ধরে নিয়ে, 

এই সংসদ রিপাবলিকান পার্টি হিসেবে, আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরিবর্তে মাইক পেন্সকে সমর্থন প্রদান করবে। 


# এই সংসদ আফগানিস্তানের সরকার হিসেবে তালেবান নিয়ন্ত্রিত অঞ্চলসমূহে কোনরূপ আর্থিক ও প্রশাসনিক সহায়তা প্রদান করবে না। 


এই সংসদ জাতিরাষ্ট্রসমূহ কর্তৃক যুদ্ধে বেসরকারি সেনা সংস্থার ব্যবহারকে সমর্থন করে।


#এই সংসদ (তুরস্ক), সিরিয়ায় সামরিক অভিযান সমর্থন করে।


#এই সংসদ ইসরায়েল হিসেবে দ্বি-রাষ্ট্র নীতিকে সমর্থন করে ।


এই সংসদ (প্যালেস্টাইন) স্বাধীন রাষ্ট্রের বিনিময়ে ইসরাইলকে জেরুজালেম দিয়ে দিবে।

 

# এই সংসদ, ইরান হিসেবে, যুক্তরাষ্ট্র বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীকে সমর্থন প্রদান করবে।

 

কনটেক্সটঃ- যুবক কানেকির বন্ধুত্ব হয় সুন্দরী রিজের সাথে; যে একজন Ghoul। Ghoul হল এমন এক প্রজাতির প্রাণী যারা দেখতে অবিকল মানুষের মত তবে তারা মানুষের মাংস ভক্ষণ করে জীবনধারণ করে। ঘটনাক্রমে রিজে কানেকিকে হত্যা করার প্রয়াস করলে ভাগ্যক্রমে কানেকি রক্ষা পায়, তবে বেশ আহত হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পর ড. আখিরো কানেকিকে বাঁচানোর জন্য রিজের দেহের কিছু অঙ্গ কানেকির দেহে প্রতিস্থাপন করে; যার ফলে কানেকি অর্ধেক মানুষ - অর্ধেক ghoul -এ পরিণত হয়। ফলে কানেকি মানুষের গ্রহণীয় খাদ্য গ্রহণ করতে অপারগ হয়ে পরে এবং মানুষের মাংস ভক্ষণ করার মত দশায় উপনীত হয়। কিন্তু কানেকি এখন তার নৈতিকতা বিসর্জন দিয়ে মানুষের মাংস ভক্ষণ করলে পুরোপুরি ghoul -এ পরিণত হবে এবং তা না করলে মৃত্যুবরণ করতে হবে। এর ফলে কানেকির সমুক্ষে এক উভয় সংকটাপন্ন অবস্থার সৃষ্টি হয়েছে।
এই সংসদ কানেকি হিসেবে Ghoul- এর জীবন বেছে নিবে।


# এই সংসদ বাংলাদেশের একজন রাজনীতি সচেতন তরুণ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে বর্তমান ক্ষমতাসীন রাজনৈতিক দলকে ভোট দেবে না। 


# এই সংসদ নির্বাচনে প্রার্থী কর্তৃক  কোন প্রকার  বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে অনুদান গ্রহণ নিষিদ্ধ করবে। 


ব্রেক্সিট উদ্ভুত প্রেক্ষাপটে এই সংসদ, উত্তর আয়ারল্যান্ড হিসেবে রিপাবলিক অফ আয়ারল্যান্ড এর সাথে যোগদান করবে। 


# এই সংসদ (গুয়াম), পূর্ণাঙ্গ স্বাধীনতার জন্য আন্দোলন না করে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রদেশ হিসেবে স্বীকৃত হতে চাইবে। 


 #  এই সংসদ(মেক্সিকো), নাফটা (NAFTA) থেকে বের হয়ে আসবে।   


# এই সংসদ পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে নির্দিষ্ট সংখ্যক যুব-রাজনীতিবিদ (১৮-৩০) দ্বারা আসন পূরণ বাধ্যতামূলক করবে।


কনটেক্সটঃ- সিওয়া একটি দেশ। যেটি একসময় খুব দরিদ্র দেশ ছিল। মানুষজন নির্যাতিত হত, নিজের অধিকার থেকে বঞ্ছিত হত। ২০২০ সালে কালোফাইন নামের একটি রাজনৈতিক দল ক্ষমতায় এসে দেশ পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করে। মাত্র বিশ বছরে সিওয়া বিশ্বের একটি উন্নত দেশ এ পরিনত হয়। বর্তমানে দেশটির অবকাঠামোগত উন্নয়ন হয়েছে, জিডিপি বৃদ্ধি হয়েছে, অর্থনৈতিক উন্নয়ন হয়েছে, দারিদ্রতা মুক্তি পেয়েছে। কিন্তু দেশে গণতন্ত্র নেই, বাকস্বাধীনতা নেই। নির্বাচনে মানুষ ভোট দিতে পারে না। সরকারবিরোধী কোন কথা বলতে পারে না। ২০৪০ সালে একটি নির্বাচন হবে যেটি তত্ত্বাবধারক সরকার দ্বারা পরিচালিত হবে এবং ভোট চুরির সম্ভাবনা নেই।

এই সংসদ সিওয়া দেশের নাগরিক হিসাবে কালফাইন দলকে ২০৪০ সালের নির্বাচনে ভোট দিবেনা।


# এই সংসদ বিশ্বাস করে যে, নির্দিষ্ট পরিমাণ অর্থ ডিপাোজিট করা ব্যতীত কাউকে সন্তান জন্মদানের অনুমতি দেওয়া উচিত না।


# এই সংসদ বিশ্বাস করে যে, এই পৃথিবী চীনা আধিপত্য থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের আধিপত্যে ভালো থাকবে।


#এই সংসদ মনে করে, উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রের সংবিধানে রাষ্ট্রের অন্তর্ভুক্ত কোন  অঞ্চল গণভোটের মাধ্যমে স্বাধীন হয়ে যেতে চাইলে সেটির সাংবিধানিক স্বীকৃতির বিধাণ থাকা উচিত।


# এই সংসদ মনে করে, যে দেশে সরকারের অভ্যন্তরীণ দুর্নীতি বেশি সে দেশের জনগণের কর প্রদান হতে বিরত থাকা উচিত।


# এই সংসদ বিশ্বাস করে ভোট দেওয়ার জন্য ব্যক্তিদের একটি রাজনৈতিক সাধারণ জ্ঞান পরীক্ষা পাস করা প্রয়োজন।


# এই সংসদ, 'রাজনীতিবিদদের ব্যক্তিগত গোপনীয়তা থাকার অধিকার আছে' এ ধারণায় বিশ্বাস করে।










Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING