# এই সংসদ, ক্রিড়া ক্ষেত্রে লিঙ্গ নিরপেক্ষ জাতীয় দল গঠন করবে।


কনটেক্সটঃ- সাল-২০০৭। স্পেন ফুটবল ফেডারেশন ২০ বছর বয়সী মেসিকে প্রস্তাব দিয়েছে স্পেনের হয়ে ইন্টারন্যাশনাল ফুটবল খেলার।

এই সংসদ, মেসি হিসেবে, স্পেন জাতীয় দলে যোগ দিবে।


# এই সংসদ বিশ্বাস করে বৈশ্বিক ক্রীড়া সংস্থাগুলোর (ফিফা,অলেম্পিক,আইসিসি, বক্সিং ফেডারেশন) উচিত যেসকল দেশ মানবাধিকার লংঘন করে সেই দেশগুলোর কোনো আয়োজন/প্রতিযোগিতায় অংশ না নেয়া।


কনটেক্সটঃ- ক্রিকেট নিয়ে বাংলাদেশিদের আগ্রহ অনেক বেশী। ক্রিকেট একটি খেলা হলেও, বাংলাদেশিদের জাতীয়তাবাদ প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠেছে এটি। খেলা চলাকালীন সময়ে আমরা অন্যদেশের প্রতি বিরুপ ব্যবহারও দেখতে পাই।

বাংলাদেশের জনগনের ক্রিকেটভিত্তিক জাতীয়তাবাদ প্রকাশের ধারণা এই সংসদ ধনাত্মকভাবে গ্রহন করে।


# এই এই সংসদ বিশ্বাস করে পেশাদার ক্রীড়া দলগুলো ব্যক্তি বা কর্পোরেশনগুলোর পরিবর্তে তাদের স্থানীয় সম্প্রদায়ের মালিকানাধীন হতে হবে।


# এই সংসদ ব্যক্তিমালিকানার প্রভাবে অধিক ধনবান হয়ে ওঠা ফুটবল ক্লাবগুলোর উথানে অনুতপ্ত।


# এই সংসদ খেলাধুলায় লিঙ্গভিত্তিক দলের ধারনার অনুতপ্ত।


# এই সংসদ মনে করে, পেশাদার খেলোয়াড় এবং অভিনেতা-অভিনেত্রীদের প্রয়োজনের অতিরিক্ত মজুরি প্রদান করা হয়।




















Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING