# এই সংসদ বিশ্বাস করে যে, অর্থনৈতিক মন্দার সময়ে, গণতান্ত্রিক সরকারের উচিত রাষ্ট্রীয় ক্ষমতা একদল অর্থনীতি বিশেষজ্ঞের কাছে হস্তান্তর করা।
# এই সংসদ মনে করে, অর্থনীতির চেয়ে রাজনীতি আগামীর ভয়ঙ্কর।
# এই সংসদ, 2020-2021 অর্থবাজেটে মোবাইল ব্যবহারের উপর সার্জচার্জ বৃদ্ধিকে সমর্থন করে।
কনটেক্সটঃ- প্রিভিলেজ ট্যাক্সঃ- সোসাইটির সকল মেজরিটি (Religious/Sexual Orientation/Ethnicity) এর উপর আরোপিত ট্যাক্স, যা মাইনোরিটিদের ওয়েলফেয়ারে ব্যয় হবে।
এই সংসদ প্রিভিলেজ ট্যাক্সের ধারণা কে সমর্থন করে।
কনটেক্সটঃ- বন্ধক একটি ঋণ যা সম্পত্তি বা রিয়েল এস্ট্রেট জামানত হিসাবে ব্যবহৃত হয়। ঋণগ্রহীতা সাধারণত ঋণদানকারীর (সাধারণত একটি ব্যাংক) সাথে একটি চুক্তিতে প্রবেশ করে যেখানে ঋণগ্রহীতা নগদ অর্থ গ্রহণ করে তারপরে ঋণ পুরোপুরি পরিশোধ না করা পর্যন্ত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থ প্রদান করতে থাকে। যদি অর্থ প্রদান পুরোপুরি করা না যায়, তবে ঋণদানকারীর জামানতের উপর মালিকানার দাবি রয়েছে।
অর্থনৈতিক প্রয়োজনের সময়, এই সংসদ বিশ্বাস করে যে, রাজ্যের উচিত তাদের জাতীয় ধন এবং স্মৃতিস্তম্ভগুলি বিক্রয় এবং / অথবা বন্ধক রাখা।
কনটেক্সটঃ- 'X' অর্থনৈতিকভাবে একটি ব্যর্থ রাষ্ট্র। সেদেশের রাষ্ট্রের কোষাগারের চেয়ে বেশি অর্থ স্থানীয় মাফিয়া এবং গডফাদারদের নিকট আছে। অসহায় লোকজনদের প্রতিনিয়তই তারা খাবারের চাহিদা মিটিয়ে যাচ্ছে। তবে স্থানীয় আইন অনুযায়ী তারা সবাই শাস্তিপ্রাপ্ত এবং পলাতক।
এই সংসদ 'X' দেশের সরকার হিসেবে গডফাদারদের তাদের সম্পদের কিছু অংশের বিনিময়ে শাস্তি প্রদান থেকে বিরত থাকবে।
# এই সংসদ গড় জাতীয় আয়ের চেয়ে অধিক উপার্জন করা ব্যক্তিদের-ই কেবল ক্রেডিট কার্ড ব্যবহারের অনুমতি দেবে।
# এই সংসদ, বার্ষিক মাথাপিছু আয় ১৫,০০০ ডলারের নিচে (ভারত, ব্রাজিল, ইত্যাদি) এমন দেশকে বৈশ্বিক কোন ক্রীড়া প্রতিযোগিতা (অলিম্পিক/কমনওয়েলথ গেমস) আয়োজনের দায়িত্ব দিবে না।
কনটেক্সটঃ- Pleasure Quotient এমন একটি কমোডিটি যা রাষ্ট্র কর্তৃক উৎপাদিত হয় ও যতটুকুই উৎপাদিত হয় তা সমানভাবে সকল নাগরিকের মাঝে বন্টিত হয়। এই দ্রব্যের উৎপাদন নির্ভর করে রাষ্ট্রের বাকস্বাধীনতা , সংখ্যালঘুদের নিরাপত্তা ও বিচারিক কার্যক্রমের স্বচ্ছতার উপর। জিডিপি বা কোনরকম অর্থনৈতিক সূচকের সাথে এর কোন সম্পর্ক নেই। নাগরিকের সুখ স্বাচ্ছন্দ্যের ওপর এই দ্রব্যের বড় প্রভাব আছে।
এই সংসদ, "Pleasure Quotient" ভিত্তিক রাষ্ট্রব্যবস্থাকে সমর্থন করে।
# এই সংসদ 'আগামী বিশ্বে পুঁজিবাদের বিকল্প আবশ্যক' এই ধারনাকে সমর্থন করে।
# মাইওপিয়া মানে হলো, কোনো কিছুর এক্সেট ভ্যালু প্রপোজিশনের থেকে অতিরন্জন করে কোনো কিছুকে প্রমোট করা। যেমন:- হরলিক্স, প্লাস্টিক পণ্য, গুড়া মসলা, এনার্জি ড্রিং ইত্যাদি।
এই সংসদ, বিজ্ঞাপনে মাইওপিয়ার জন্য অনুতপ্ত।
কনটেক্সটঃ- সাল ২০২১। চীনের ডাক্তার এবং বিজ্ঞানীদের সফলতায় পুরো বিশ্ব এখন করোনার প্রভাব থেকে মুক্ত। কিন্তু ২০২০ এর করোনার প্রভাবে পুরোবিশ্বে এখন অর্থনৈতিক মন্দা বিরাজ করছে। এক গবেষণায় দেখা গেল চীনের বিজ্ঞানীরা গবেষণার জন্য কৃত্রিমভাবে এই করোনা ভাইরাস আবিষ্কার করেছিল, যা ভুলবশত পুরো বিশ্বে ছড়িয়ে পড়ে।
এই সংসদ (জাতিসংঘ), চীনকে অর্থনৈতিকভাবে জরিমানা করবে।
# এই সংসদ অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে দেশের অভ্যন্তরে মাতৃতান্ত্রিক অঞ্চল/সমাজ গড়ে তুলবে।
# এই সংসদ বিশ্বের শীর্ষ MNC গুলোকে World based problems( Climate change, natural Power projects etc) তে ফান্ডিং করার জন্য বাধ্য করবে।
# এই সংসদ বিশ্বাস করে, ত্বক সাদা করার ক্রিম এবং অনুরূপ পণ্য বিক্রয় নিষিদ্ধ করা উচিত।
# এই সংসদ উন্নয়ন সহায়তা বিষয়ক সকল আর্থিক সাহায্য বিনা সুদে প্রদান করবে।
# এই সংসদ কোন পন্যের বিজ্ঞাপন হিসেবে চ্যারিটির ব্যবহারকে নিষিদ্ধ করবে।
# এই সংসদ গৃহস্থালি কাজের জন্য গৃহকত্রীদের বেতন প্রদান করবে।
# মহামারীর সময়ে ,
এই সংসদ সকল প্রচলিত মুদ্রা বাতিল করে ক্রিপ্টোকারেন্সি চালু করবে।
# অর্থনৈতিক মন্দার সম্ভাব্যতা বিবেচনা করে,
এই সংসদ প্রথম বিশ্বের অনৈতিক অর্থনৈতিক নীতিমালা (যেমনঃ মুদ্রা কারসাজি,বাণিজ্য বিকৃতকরণ ভর্তুকি) এর বিরুদ্ধে ইকোনমিক্স টেরোরিজম এর ব্যবহার কে সমর্থন করে।
# এই সংসদ মুক্তবাণিজ্যর স্বার্থে বৈশ্বিকভাবে সকল ট্যারিফ ও নন-ট্যারিফ বাঁধা তুলে নেয়াকে সমর্থন করে।
# এই সংসদ মনে কনে, Bretton Wood প্রতিষ্ঠানগুলো (IMF, WB, ইত্যাদি ) ভালোর থেকে খারাপ বেশি।
# এই সংসদ অতিরিক্ত খরচ করে এমন ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকে ট্যাক্সের আওতাভুক্ত করবে।