SEUDC National 2018 (AP Debate)
University Level
রাউন্ড-১ঃ এই সংসদ(বাংলাদেশ), সামাজিকভাবে প্রতিষ্ঠিত ব্যাক্তিবর্গের জন্য সংসদে সম্মানসূচক সদস্যপদ সংরক্ষিত রাখবে।
রাউন্ড-২ঃ এই সংসদ সকল ধরণের সহিংসতাপূর্ণ ভিডিও গেইম নিষিদ্ধ করবে।
রাউন্ড-৩ঃ এই সংসদ মনে করে, ওআইসি এর উচিৎ মক্কায় সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করা।
রাউন্ড-৪ঃ প্রযুক্তি বিদ্যমান আছে ধরে নিয়ে, এই সংসদ বাংলাদেশের সাংস্কৃতিক উৎকর্ষ সাধনের জন্য হিরো আলমদের সকল কন্টেন্ট ইন্টারনেট থেকে মুছে দিবে।
কোয়ার্টারঃ এই সংসদ যেকোন ধরনের অপরাধের ক্ষেত্রে মিডিয়া ট্রায়াল বা পাবলিক শেইমিং কে সমর্থন করে না।
সেমিঃ এই সংসদ মনে করে, রাজনৈতিক ব্যাক্তিবর্গ নয় বরং আমলাতন্ত্রই উন্নয়ন কর্মকাণ্ড জটিল করে।
ফাইনালঃ এই সংসদ মনে করে, ৩য় বিশ্বে উন্নয়ন কর্মকাণ্ড নির্বাচনে বিজয় নিশ্চিত করে না।
School-College Level
রাউন্ড-১ঃ এই সংসদ প্রগতিশীল মানুষ ও গোষ্ঠীর বিএনপির হয়ে আগামীর নির্বাচনে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখে।
রাউন্ড-২ঃ প্রেক্ষাপটঃ বেন নামের এক অপরাধী গোথাম দখল করে ফেলেছে। ব্যাটম্যান তখনো হারভি ডেন্টকে হত্যার দায়ে দোষী। এরকম অবস্থার মাঝে, ব্যাটম্যান ফিরে আসে গোথামের জন্য। বেন এর কাছে একটি ভয়াবহ নিউক্লিয়ার রিএক্টর আছে, যেটি একটি টাইম বোম। ব্যাটম্যান নিজের জীবনের ঝুঁকি সত্ত্বেও বোমটি নিয়ে সাগরে চলে যায়। সবার ধারণা হয় যে ব্যাটম্যান মারা গিয়েছে। সে আবার গোথামের হিরো হয়ে যায়। ব্যাটম্যানের পরিচয় খুব বেশি কেউ জানতো না। একজন ছিলেন কমিশনার গরডন। তিনি জানতেন, ব্যাটম্যান নির্দোষ!
এই সংসদ কমিশনার গরডন গোথামের মানুষের কাছে ব্যাটম্যানের পরিচয় প্রকাশ করবে।
রাউন্ড-৩ঃ এই সংসদ, প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে মৌলিক বিষয়াবলী (যেমনঃ গণিত, রসায়ন) তে স্নাতক সম্মান কোর্স চালু করতে বাধ্য করবে।
রাউন্ড-৪ঃ এই সংসদ বাংলাদেশে সিএসআর ম্যান্ডেট গঠনের মাধ্যমে সব রপ্তানি ভিত্তিক প্রতিষ্ঠানকে বাধ্যতামূলক সিএসআর কর্মসূচি গ্রহণ করতে বাধ্য করাবে।
ফাইনালঃ এই সংসদ(ফেমিনিস্ট হিসেবে), #FORGIVEME মুভমেন্টকে সমর্থন করে না।
SEUDC ORATORY 1.0 (BP DEBATE)
রাউন্ড-১ঃ অনুমান করে যে করোনা পরবর্তী বিশ্বে অর্থনৈতিক ধস নেমেছে, এই সংসদ মনে করে, পুঁজিবাদী প্রতিষ্ঠানসমূহের প্রণোদনা বৃদ্ধির পরিবর্তে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা উচিত
রাউন্ড-২ঃ এই সংসদ স্কুল শুটিংয়ের কভারেজকে sensationalize করে তোলার উপর নিষেধাজ্ঞা আরোপ করবে।
রাউন্ড-৩ঃ প্রেক্ষাপটঃ Club 27 ক্লাবটি এমন একটি তালিকা যাতে বেশিরভাগ জনপ্রিয় সংগীতশিল্পী, শিল্পী, বা অভিনেতা অন্তর্ভুক্ত যারা 27 বছর বয়সে সবাই মারা গিয়েছিলেন। এই ধরণের শিল্পীরা তাদের জীবদ্দশা দ্রুত এবং রোমাঞ্চকরভাবে পার করেছেন। জনপ্রিয় ধারণা এই যে ক্লাবের সদস্যরা তাদের বিশেষ ক্ষেত্রের ব্যতিক্রমী দক্ষতা অর্জনের জন্য তাদের আত্মার / জীবনের দীর্ঘায়ু বিসর্জন করেছেন যা তাদের সাফল্য এবং জনপ্রিয়তার দিকে নিয়ে গিয়েছে।
এই সংসদ সাধারণ বেনামী জীবনের জায়গায় "ক্লাব ২৭" এ যোগদান করবে।
রাউন্ড-৪ঃ প্রেক্ষাপটঃ ইশতি মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর ভালো সিজিপিএ নিয়ে স্নাতক করেছে। তার ইচ্ছা অর্থনীতিতে গবেষণা করার। কিন্তু সামাজিক প্রতিকূলতায় তাকে একটি টোবাকো কোম্পানিতে চাকরী বেছে নিতে হয়। প্রতিষ্ঠানটিতে তার পজিশন এবং বেতন ভালো, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানটি টোবাকোর ইশতির নৈতিকতার সাথেও সেটি যায় না। তারপরো সামাজিক প্রতিকূলতার কথা চিন্তা করে তাকে চাকরীটি করে যেতে হয়, নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়।
এই সংসদ সামাজিক প্রতিকূলতায় মানুষের খাপ খাওয়ানোর ক্ষমতায় অনুতপ্ত।
কোয়ার্টার ফাইনালঃ
১) এই সংসদ Sisyphus কে অসন্তুষ্ট মনে করবে।
২) এই সংসদ চলচিত্রতে এন্টি হিরোর মহিমান্বিতকরনে অনুতপ্ত
সেমি-ফাইনালঃ এই সংসদ Covid-19 এর প্রতিষেধক বা প্রতিরোধক আবিষ্কারে যেকোনো জেনেটিক গবেষণার ক্ষেত্র থেকে আইনী বা নৈতিক সীমাবদ্ধতাগুলি সরিয়ে দিবে।
ফাইনালঃ প্রেক্ষাপটঃ খান একজন ইরাকি বংশোদ্ভূত ব্রিটিশ। তিনি ২০১১ সালে যুক্তরাজ্য ত্যাগ করে পাড়ি জমান সুদূর সিরিয়াতে ইসলামিক স্টেট (Islamic State) - এ যোগদান করার উদ্দেশ্যে। আইএস এ তৎপর থাকাকালীন তিনি আইএস এর বিভিন্ন ধরণের জঙ্গি তৎপরতায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। আইএস এ কর্মরত থাকাকালীন এক পর্যায়ে তার উপলব্ধি হয় আইএস - এর কর্মকাণ্ড নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, এমনকি তা ইসলামেরও পরিপন্থী। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং আইএস এর ক্যাম্প ছেড়ে পালিয়ে কোনভাবে যুক্তরাজ্যে গিয়ে পৌঁছান।
এই সংসদ, খান হিসেবে নিজের পূর্ব জঙ্গি পরিচয় প্রকাশ করবে।