আইবিএজেইউ ডিসি ফান্ড রাইজার আইভি - ২০২০

রাউন্ড ১ঃ কনটেক্মাসটঃ সুপার হিরো কমিক্স এবং চলচ্চিত্রগুলোতে দেখা যায়, যে কোন প্রাকৃতিক অথবা অতিপ্রাকৃতিক ভিলেন বা খলনায়ক বা সুপার ভিলেন এর বিপরীতে শুধুমাত্র সুপারহিরোরাই জয়ী হতে পারে। এবং নানা সময়ই সুপার হিরোরাই মানুষের ন্যায় বিচার, শত্রু দমন, শান্তি অর্জনের একমাত্র আশা হিসেবেও চরিত্রায়ন করা হয়।

এই সংসদ পপুলার কালচারে সুপারহিরোদের ওপর নির্ভরশীলতার বিনির্মানে অনুতপ্ত।


রাউন্ড ২ঃ কনটেক্মাসটঃ ভেনেজুয়েলা বর্তমানে একটি স্বৈরতান্ত্রিক সরকার ব্যবস্থার মধ্যে আছে যার নেতা নিকোলাস মাদুরো। দেশটি এখন অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আন্তর্জাতিক স্যাংশন, তেলের দাম কমে যাওয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা প্রভাবিত অভ্যুত্থানের কারণে।

এই সংসদ বিশ্বাস করে, মাদুরোর নিজ থেকে ক্ষমতা ছেড়ে দেয়া উচিত


রাউন্ড ৩ঃ কনটেক্মাসটঃ এমন একটি প্রযুক্তি 'কটকটি' আবিষ্কৃত হয়েছে যা COVID-19 মহামারী বা অন্য যে কোন মহামারীর সময়কালে যেসকল কার্যকলাপ করা নিজের ও জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ তা করার উদ্যোগ নিলে উক্ত ব্যক্তির সম্মুখে ঐ কাজের ক্ষতির একধরনের ভীতিকর দৃশ্য উপস্থাপন করে। উদাহরণস্বরূপ কেউ যদি কোয়ারেন্টাইন ভঙ্গ করে বাড়ি হতে বের হওয়ার উদ্যোগ গ্রহণ করে তবে তার সামনে ফুটে উঠবে তার আজ বাহিরে যাওয়ার কারণে কীভাবে রোগাক্রান্ত হয়ে সে, তার পরিবার ও আরও কয়েকজন ব্যক্তি হাসপাতালে রয়েছেন, অনেকে মৃত্যুর মুখোমুখি বা অনেকে মৃত্যুবরণ করেছেন।

এই সংসদ কটকটি-এর ব্যবহার সমর্থন করে।


রাউন্ড ৪ঃ কনটেক্মাসটঃ নবজাতিকে ""হাইভ মাইন্ড"" নামক একশ্রেণির উচ্চ পর্যায়ের উচ্চ পর্যায়ের প্রাণী যোগাযোগ করেছে। তারা মানুষদের জানিয়েছে তারা চাইলে তাদের অংশ হয়ে হাইভ মাইন্ডের সাথে একত্রিত হয়ে যেতে পারবে। ফলাফলস্বরূপ মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা চিরতরের জন্য ত্যাগ করতে হবে। কিন্তু হাইভ মাইন্ডের সাথে একত্রিত হলে মানবজাতি মানুষ কর্তৃক সব ধরনের নির্যাতন থেকে চিরতরে মুক্তি লাভ করবে।

এই সংসদ হাইভ মাইন্ডের অংশ হবে।


রাউন্ড ৫ঃ এই সংসদ (বাংলাদেশ) ইতিহাস শিক্ষা প্রদানের সময় মুক্তিযুদ্ধের চেয়ে উপনিবেশবাদের সময়কে অধিক গুরুত্ব দিবে।


সেমি ফাইনালঃ এই সংসদ বিশ্বাস করে  উদারপন্থী শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, গণমাধ্যমের উচিত পশ্চিমা উদার গণতন্ত্রকে (western liberal democracy) শ্রেষ্ঠ সরকার কাঠামো হিসেবে উপস্থাপন করা।


ফাইনালঃ বর্তমান পৃথিবীর অবস্থা খেয়াল রেখে, এই সংসদ মনে করে, মানুষের ইচ্ছাকৃত প্রজনন অনৈতিক।





Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING