ডিইউ ডিবেট চ্যাম্পিয়নশীপ - ২০১৯

১ম-রাউন্ডঃ এই সংসদ একজন চাইনিজ নাগরিক হিসেবে হংকংয়ের এক্সট্র‍্যাডিশন বিলকে সমর্থন করে। 

২য়-রাউন্ডঃ এই সংসদ স্রষ্টা হিসেবে (পরকালের অস্তিত্ব নেই বরং পৃথিবীতেই সবাই কৃতকর্মের প্রতিদান পাবে ধরে নিয়ে) তাঁর সৃষ্টিকে নিজের অস্তিত্বের কথা জানাবে না। 

৩য়-রাউন্ডঃ এই সংসদ শিশুদের পাঠ্যপুস্তকে দেশপ্রেমকে অন্তর্ভুক্ত  করা সমর্থন করেনা। 

প্রি-সেমিঃ এই সংসদ অরণি সেমন্তি খানের ছাত্রলীগের পদবঞ্চিতদের ঈদের দিন সেমাই খাওয়ানোকে সমর্থন করে।  

সেমি ফাইনালঃ এই সংসদ মনে করে ইউরোপে সাম্প্রতিককালে হওয়া পপুলিজমের উত্থান দীর্ঘস্থায়ী হবে না। 


প্রথম আলো - ১৩তম নাফিয়া গাজী আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগীতা

# এই সংসদ অনলাইনে টার্গেটেড মার্কেটিং নিষিদ্ধ করবে। 

#  যে সব কোম্পানি তাদের মুনাফার নির্দিষ্ট একটি অংশ নারী কর্মী দের মাঝে বন্টন করবে,

 এই সংসদ তাদের কর রেয়াত করবে।

এই সংসদ  সামাজিক আন্দোলনের প্রতিবাদের ভাষা হিসেবে ঘৃণা ও বিদ্রুপ কে সমর্থন করে না। 

এই সংসদ মনে করে "বাংলাদেশের সুশীল সমাজ ব্যর্থ " 

এই সংসদ দুর্নীতিবাজ সরকার পরিচালিত রাষ্ট্রের সরকারি বন্ড ক্রয়ে জনগনকে নিরুৎসাহিত করবে। 

এই সংসদ মনে করে "War on terror ব্যর্থ হয়েছে" 

এই সংসদ মনে করে" হাতুরা সিং এর বিদায় বাংলাদেশ ক্রিকেটের জন্য আশীর্বাদ " 

এই সংসদ একজন মুসলিম হিসেবে নাস্তিকতাকে ধর্ম হিসেবে মেনে নিবে। 

এই সংসদ(বাংলাদেশ) রোহিঙ্গা জনগোষ্ঠী কে তাদের দেশে ফেরত না পাঠিয়ে বাংলাদেশে পুনর্বাসনের ব্যবস্থা করবে।













Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING