কনটেক্সটঃ- X এমন একটা পৃথিবী যেখানে ভিকটিম যেভাবে এবং যেই প্রক্রিয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে, আসামীও সেই একইভাবে ক্ষতিগ্রস্ত হবে। উদাহরণস্বরূপঃ- কেউ কাউকে হত্যা করলে হত্যাকারী ও সাথে সাথে মারা যাবে। তবে আত্মরক্ষা (Self-Defense)- এর ক্ষেত্রে এ নীতি প্রযোজ্য হবে না।
এই সংসদ পৃথিবী X- এ বসবাস করা শ্রেয় মনে করে।
কনটেক্সটঃ- সাল ২০২০। পৃথিবীর জনসংখ্যা ৭০০+ কোটি। মানব সৃষ্টির পরবর্তী সময়ে পৃথিবী দিন দিন খারাপের দিকে এগোচ্ছে। পৃথিবীতে পর্যাপ্ত পরিমানে সম্পদও নেই এই বিপুল সংখ্যক মানুষের প্রয়াজন মেটানোর।তারপরও মানুষ প্রতিনিয়ত বিভিন্ন উদ্ভাবন,গবেষণা চালিয়ে যাচ্ছে। কিন্তু এই সময়ে এসে বিভিন্নরকম ভাইরাস,কীটপতঙ্গের আক্রমণে পৃথিবী প্রায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে। তার সাথে বৈশ্বিক উষ্ণতা,অনাবৃষ্টিসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ লেগেই আছে। ধারণা করা হচ্ছে এরকম চলতে থাকলে পৃথিবীর অধিকাংশ মানুষ ক্ষতিগ্রস্ত হবে, প্রাণহানির সংখ্যা হবে কল্পনার বাইরে। এমতাবস্থায় সৃষ্টিকর্তা মানুষকে একটি সুযোগ দিবেন বলে ঠিক করেছেন। সুযোগটি হলো মানব জাতিকে আরেকবার প্রথম থেকে পৃথিবীতে বসবাস করতে দিবেন তবে এক্ষেত্রে মানুষের স্মৃতি থেকে সবকিছু মুছে দেওয়া হবে, যত প্রযুক্তিগত উন্নয়ন, বিজ্ঞানের উন্নয়ন কিছুই থাকবে না অর্থাৎ সেই আদিম যুগে মানুষকে ফিরে যেতে হবে। নতুন ঐ পৃথিবীতে জনসংখ্যার অনুপাতে পর্যাপ্ত সম্পদ স্রষ্টা নিশ্চিত করবেন।
এই সংসদ(মানব জাতি) সৃষ্টিকর্তার দেওয়া সুযোগটি গ্রহণ করবে।
# সম্ভাব্যতা ধরে নিয়ে, এই সংসদ দুঃখের স্মৃতি ভুলে যাওয়ার যন্ত্র ব্যবহার করতে দিবে।
# নূন্যতম জীবনযাত্রার মান অর্জিত হয়েছে ধরে নিয়ে, এই সংসদ সাম্যতা সৃষ্টির প্রচেষ্টা বন্ধ করবে।
কনটেক্সটঃ- পৃথিবী প্রযুক্তির ক্রমবিকাশের উচ্চশিখরে অবস্থান করছে। বিজ্ঞানীরা এমন এক মডিউল আবিষ্কার করেছে যা কোনো পিতা মাতা চাইলে তার সন্তানের ব্রেইনে স্থাপন করে তার থট রিডিং করতে পারেন। তবে একটি নির্দিষ্ট বয়স পর সেটি রিমুভ করা বাধ্যতামূলক।
এই সংসদ সন্তানের ব্রেইনে মডিউল ব্যবহারকে বৈধতা প্রদান করবে।
কনটেক্সটঃ- ২২০০ সালের দিকে পৃথিবী প্রযুক্তিগত জ্ঞানের চূড়ান্ত অবস্থায় বিদ্যামান করছে কিন্তু পৃথিবীতে ব্যবহারযোগ্য সম্পদ (জ্বালানী ও মৃত্তিকা নির্ভর সম্পদ) ফুরিয়ে যাওয়ার পথে। অবশিষ্ট সম্পদ দিয়ে সর্বোচ্চ একশ বছর পর্যন্ত মানবজাতির টিকে থাকা সম্ভব। সম্প্রতি একদল গবেষক এমন এক গ্রহের সন্ধান পেয়েছে যার নাম KD-29। সেখানে প্রচুর পরিমানে ব্যবহারযওগ্য সম্পদ রয়েছে। কিন্তু, সেখানে এমন এক প্রাণী (ইশতিপিয়ান) বসবাস করে যারা মানুষের চেয়েও বেশী বুদ্ধিমান। কিন্তু মানুষকে সেই প্রাণীটির বশ্যতা মেনে নিয়ে সেখানে বসবাস করতে হবে।
এই সংসদ KD-29 গ্রহে নিজেদের স্থানান্তরিত করবে।
কনটেক্সটঃ- টাইটানিক ছবির শেষ দৃশ্য। জ্যাক ডুবে যাওয়ার আগে রোজ কে দিয়ে প্রতিজ্ঞা করায় যে, রোজ জীবনে অতীতকে পিছনে ফেলে এগিয়ে যাবে। পরবর্তীতে রোজ তাই করে। সে বিয়ে করে সংসারজীবন শুরু করে। তার সন্তানও হয়। তবে রোজের স্বামী অতীতে সাংসারিক জীবনে কিছু ক্ষেত্রে প্রতারণা করেছে রোজের সাথে। পরবর্তীতে ক্ষমাপ্রার্থনা করায় রোজ ক্ষমা করে দেয় তাকে এবং তার স্বামী নিজেও পূর্ব প্রেমে ব্যর্থ। তবে প্রকৃতপক্ষে ডুবে যেতে যেতে অলৌকিকভাবে জ্যাক বেঁচে যায় যা রোজ আগে জানতো না। হুট করে দশ বছর পর, একদিন জ্যাক ফিরে আসে এবং রোজকে তার সাথে নতুন জীবন শুরুর প্রস্তাব দেয়।
এই সংসদ, রোজ হিসেবে জ্যাকের সাথে নতুন জীবন শুরু করবে।
কনটেক্সটঃ- ক্ল্যাসিক ফিলিয়াল পিটির চর্চা হচ্ছে এমন একটি চর্চা যেখানে সন্তান তার পিতা-মাতাকে বাধ্যগতভাবে ভক্তি করে এবং তাদের সকল কিছু মেনে চলে। সেখানে পিতা-মাতার আদেশ বা মতামত-ই চূড়ান্ত।
এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চাইবে যেখানে সর্বত্র ক্ল্যাসিক ফিলিয়াল পিটির চর্চা হয়।
এই সংসদ, দুঃখবিহীন পৃথিবীতে বসবাস করতে চায়।
Clarification:- দুঃখজনক ঘটনা থাকবে, দুঃখ এর অনুভূতি থাকবে না।
কনটেক্সটঃ- এমন একটি পিল আবিষ্কৃত হয়েছে, যেটি দ্বারা বাছাইকৃত নির্দিষ্ট মানুষের সাথে সম্পূর্ণভাবে সকল আবেগীয় সম্পর্ক বিচ্ছিন্ন করা সম্ভব। এটি বিনামূল্যে এবং সহজলভ্য পিলে পরিণত হয়েছে। পিলটি নিরাপদ এবং একবার সেবন করলে আজীবন এর প্রভাব থাকবে।
এই সংসদ এই পিলের অস্তিত্ব আছে এমন পৃথিবীকে সাধুবাদ জানায়।
কনটেক্সটঃ- এমন একটি যন্ত্র আবিষ্কার হয়েছে, যে যন্ত্রটি একজন মানুষ ভবিষ্যতে কোন কর্মক্ষেত্রে ভালো করবে তা জন্মের সময়ই বলে দিতে পারবে। যেমনঃ- গায়ক বা ডাক্তার। দেশের উন্নয়নের জন্য অনেক দেশই এই যন্ত্র ব্যবহার করতে চাচ্ছে।
এই সংসদ যন্ত্র ব্যবহারের অনুমতি দিবে।
কনটেক্সটঃ-
অপশন ১ঃ- স্বর্গে সবকিছুই আছে। তবে আশেপাশের মানুষগুলো আসল নয়, শুধুমাত্র পৃথিবীতে পরিচিত মানুষদের মত তৈরি করা এআই। জীবনের যেকোন সিচুয়েশন(দুঃখ, সুখ, কষ্ট, আনন্দের কোনো ঘটনা) স্বর্গে নিজের ইচ্ছামত তৈরি করে নেওয়া যাবে। তবে পুরোটাই এক একটা প্রোগ্রাম।
অপশন ২ঃ- পৃথিবীতে আমাদের পূর্ণ স্বাধীনতা আছে। আশেপাশের পরিচিত মানুষগুলো সত্যি। কেউ কাউকে খুন করতে পারবে না কিন্তু পৃথিবীর বাকি অনিশ্চয়তাগুলো থাকবে। আমি যতদিন ইচ্ছা বেঁচে থাকতে পারবো। চাইলে মৃত্যুবরণও করতে পারবো।আছে।
এই সংসদ,স্বর্গে না থেকে পৃথিবীতে থাকতে চায়।
কনটেক্সটঃ- বিখ্যাত দার্শনিক জন লকের মতে, জন্মের সময় মানুষের মন একটি সাদা কাগজের মতো থাকে যেখানে পৃথিবীর বিভিন্ন অভিজ্ঞতার মাধ্যমে ঐ সাদা কাগজে দাগ পড়ে। এইভাবে একটা মানুষ তার অভিজ্ঞতা অনুযায়ী কাজ করে এবং যেকোন কাজে তার প্রভাব পড়ে।
এমন একটি প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যেখানে একজন মানুষ চাইলেই তার জীবদ্দশায় জন্মের সময়ের মতো মনকে সাদা কাগজের মতো করে ফেলতে পারবে।
এই সংসদ, একজন মানুষ ইচ্ছাপোষণ করলে এই প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিবে।
# এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে ব্যক্তির সম্পদ আহরণ সীমাবদ্ধ (নির্দিষ্ট পরিমাণের বেশি মালিকানা রাখতে পারবে না) থাকবে।
কনটেক্সটঃ- Titan নামক একটি গ্রহ থেকে অসংখ্য শক্তিশালী ও অত্যাধুনিক অস্ত্রধারী এলিয়েন পৃথিবীতে আক্রমণ করেছে। তাদের নেতৃত্ব দিচ্ছে Thanos নামক এক উগ্রবাদী সংস্কারপন্থী এলিয়েন। ""বিশ্বের সকল সমস্যার সমাধান করতে অর্ধেক জীবন বিলীন করতে হবে""- এ ধারণায় বিশ্বাসী Thanos এর আগে অসংখ্য গ্রহে আক্রমণ করেছে ও অর্ধেক জনবসতিকে হত্যা করেছে। এলিয়েনরা প্রযুক্তিগত দিক থেকে পৃথিবীর চেয়ে বেশ অগ্রসর। তবে, Thanos নিজেকে মুক্তিদাতা মনে করে এবং কোনো গ্রহকেই সে শাসন বা অধিগ্রহন করে না। কেবল এক গ্রহ থেকে অন্য গ্রহের উদ্দেশ্যে যাত্রা করে। Thanos পৃথিবীর কাছে প্রস্তাব দিয়েছে, কেবলমাত্র পৃথিবী যদি আত্মসমর্পন করে সেক্ষেত্রে Thanos ৩.৫ বিলিয়ন মানুষকে নিয়ে অন্যত্র চলে যাবে এবং পৃথিবীর কোনো ক্ষয়ক্ষতি করবে না। উল্লেখ্য, এই বিশ্বে ইনফিনিটি স্টোন্স বা এভেঞ্জার্স বলে কিছু নেই।
এই সংসদ(সমগ্র পৃথিবী), সঙ্ঘবদ্ধভাবে Thanos এর বিরুদ্ধে যুদ্ধ করবে।
কনটেক্সটঃ- এমন একটি প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে যার মাধ্যমে একজন মানুষের অন্য মানুষের প্রতি সহমর্মিতা বা Empathy এর পরিমাণ নির্ণয় করা সম্ভব।
এই সংসদ, শুধুমাত্র উচ্চ Empathy সম্পন্ন মানুষদেরকেই নির্বাচনে ভোটাধিকার(ভোট দেয়ার অধিকার) দিবে।
কনটেক্সটঃ- "ফিঞ্চ এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যার সাহায্যে পটেনশিয়াল ভিক্টিম এবং পটেনশিয়াল ক্রিমিনাল বিষয়ে জানা যায় (এগুলো রাষ্ট্র সংক্রান্ত অপরাধ নয়)। সাধারণ মানুষের জীবন বাচানোর উদ্দেশ্যে ফিঞ্চ একজন হিটম্যানকে (হিটম্যান একজন এক্স আর্মি- জন রিজ) সহ এই ইরেলিভেন্ট ক্রাইমে অপারেশন চালানো শুরু করে। ঠিক ক্রাইম ঘটার পূর্ব মুহূর্তে হস্তক্ষেপ করে পটেনশিয়াল ভিক্টিমের জীবন বাচায়- এবং পটেনশিয়াল ক্রিমিনালের ক্ষতি করে (চেষ্টা করে ক্ষতি না করতে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই পটেনশিয়াল ক্রিমিনাল সাধারণ শারীরিক জখম থেকে খুন পর্যন্ত হয়)। একজন সাধারণ পুলিশ অফিসার এই অপারেশন সম্পর্ক জানতে পারে। সেই পুলিশ অফিসার দুটি অপশন পায়, ক)ফিঞ্চকে গোপন কাজ করতে দেওয়া অথবা খ)ফিঞ্চকে গ্রেপ্তার করা।
এই সংসদ (সেই পুলিশ অফিসার হিসেবে) ফিঞ্চ এবং জন রিজকে গেপ্তার করবে না।
কনটেক্সটঃ- ২০৫০ সাল। দেশসমুহের ক্রমাগত আধিপত্য, যুদ্ধ, দূষন এর জন্য পৃথিবী আজ একটি নতুন স্ট্রাকচার নিতে বাধ্য হয়েছে। নতুন এই দুনিয়ায় পুরো মানবজাতিকে ৫টা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগ একটা সেন্স, ক্যাপাবিলিটি টেস্ট এর ভিত্তিতে করা হয়।
উল্লেখ্য, এখানে পৃথিবীতে একটাই প্লাটফর্ম; কোনো আলাদা দেশ বা দেশের রাষ্ট্রপ্রধান নেই।
#এরুডাইট (যারা সব জানে দুনিয়ার ব্যাপারে, স্মার্ট, প্রশাসনের লোক আর একরোখা)
#এমিটি (যারা জমি চাষ করে ও খাদ্য ফলায় এবং উদার)
#ক্যান্ডোর (যারা ১০০% সততা বজায় রেখে বিচার করে)
#ডন্টলেস (এরা রক্ষাকর্তা, পুলিশ ফোর্স
#আবনেগেশন (যারা দূরদর্শী এবং মানুষের মোটিভ বুঝে কাজ করে)
কিন্তু কিছু এক্সেপসনাল মানুষ আছে যাদের মধ্যে ৩ টা বৈশিষ্ট্য (এরুডাইট, ডন্টলেস, আবনেগেশন) দেখা যায়৷ এদের ডাইভারজেন্ট বলে।
এই সংসদ, ডাইভারজেন্ট দের চায় না।
কনটেক্সটঃ- রবার্ট ল্যাংডন সন্ধান পেয়েছেন "Holy Grail"- এর। এ Holy Grail-টি হল স্বয়ং Jesus Christ- এর বংশধর। ধারণা করা হয়, Jesus Christ একজন নারীকে বিবাহ করেছিলেন; যার নাম ছিল মেরি ম্যাগডালেন এবং তাদের একটি কন্যা ছিল। সে সময় থেকে চার্চ এ সত্য গােপন করে রেখেছে এবং Jesus Christ- কে ঈশ্বরের আসনে প্রতিষ্ঠিত করেছে এ বলে যে তিনি মানুষ নন এবং মানুষের সাধারণ প্রবৃত্তিও তার মধ্যে নেই। যদি এটি প্রকাশিত হয়ে যেত যে Christ- এর একটি সন্তান আছে, তবে কেউ তাকে ঈশ্বর হিসেবে মেনে নিত না। কয়েক শতাব্দী পর হার্ভডার্ড প্রফেসর রবার্ট ল্যাংডন- এর পরিচয় হয় সোফির সাথে এবং পরবর্তীতে ল্যাংডন ও সোফি দুজনে জানতে পারে যে সোফি হল Christ-এর সেই বংশধর; মেরি এবং Christ- এর সে সন্তানটির পরবর্তী প্রজন্ম তথা Holy Grail।
এই সংসদ বিশ্বাস করে রবার্ট ল্যাংডন- এর উচিত Holy Grail-এর সত্যতা প্রকাশ না করা।
কনটেক্সটঃ- সাল ২০২৩। করোনা ভাইরাস কখনা আসে নাই। বাংলাদেশ জাতীয় নির্বাচন আর মাত্র এক মাস পরে। বেগম খালেদা জিয়া জেলে সাধারণ মৃত্যুবরণ করেছেন। কিন্তু এই খবর প্রকাশিত হয় নি এবং এটি সরকারি দলের উচ্চপর্যায়ের একটি কনফিডেনশিয়াল খবর।
এই সংসদ (আওয়ামী লীগ হিসেবে) এই খবর প্রকাশ করবে না।
কনটেক্সটঃ- "ড্রিম থেরাপি" ভবিষ্যৎ পৃথিবীর একটি নতুন প্রযুক্তি। যার মাধ্যমে কোন ব্যক্তি যখন স্বপ্ন দেখে, সেই স্বপ্নকে প্রযুক্তি ব্যবহার করে প্রয়োজন মতো নিয়ন্ত্রণ করা যায়, এক্ষেত্রে প্রযুক্তিটি ব্যক্তির মস্তিষ্কে এক্সেস নিয়ে এই কাজটি করে। মনোবিজ্ঞানীরা আশা করছেন, এই প্রযুক্তি ব্যবহার করে মানুষের স্বপ্ন নিয়ন্ত্রনের মাধ্যমে তার মনোজগৎ নিয়ন্ত্রণ করা সম্ভব।
এই সংসদ, মানসিক রোগীর চিকিৎসার জন্য "ড্রিম থেরাপি" প্রয়োগ করবে।
কনটেক্সটঃ- এমন একটি যন্ত্র আবিষ্কার হয়েছে যা একজন কালো মানুষকে কোন পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ফর্সা বানিয়ে ফেলতে পারে। এ যন্ত্র ব্যবহারে শরীরের উপর কোন ক্ষতিকর প্রভাব পড়বে না।
মিস্টার এক্স ছোটবেলা থেকে কালো হিসেবে অনেক খোটা, অনেক অপমান সহ্য করেছেন বিভিন্ন জায়গায়। তিনি গল্প পত্রিকা থেকে জেনেছেন কালোরা কতটা নির্যাতিত হয়েছে বিভিন্ন জায়গায়। সাদা চামড়ার মানুষদের প্রতি তার বিদ্বেষ এসে গেছে। হঠাৎ একদিন মিস্টার এক্স ঐ গাত্রবর্ণ পরিবর্তন যন্ত্রের সন্ধান পান, কিন্তু যন্ত্রটি একবার মাত্র ব্যবহার করা যাবে; তারপর তা নষ্ট হয়ে যাবে চিরকালের জন্য।
এই সংসদ (মিস্টার এক্স) যন্ত্রটি ব্যবহার করবে।
কনটেক্সটঃ- ঋতু পরিবর্তন, গ্লোবাল প্যানড্যামিকস, রিসোর্স ক্রাইসিসে পৃথিবীর প্রোডাকটিভ মানুষগুলো সুখে নেই। গত অনেক বছরে কনডম, পিল, ভ্যাসেকটমি, ওয়ান চাইল্ড পলিসি, ইত্যাদি জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে।
এই পরিস্থিতিতে জনসংখ্যা ১/৩ ভাগ কমিয়ে আনতে বিজ্ঞানী ড্যান ওয়াজেদ একটি ভাইরাস আবিষ্কার করেন, যেটি পৃথিবীর অর্ধেক মানুষের Fertility নষ্ট করে দেবে।
এই সংসদ, ড্যান ওয়াজেদের ভাইরাসটিকে এক্টিভ করবে।
কনটেক্সটঃ- ২০ নভেম্বর, ২০২০। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ এসেছে। কিন্তু এর আগে সম্পূর্ণ বিশ্ব লকডাউন থাকায় মুখ থুবড়ে পড়ার জোগাড় বিশ্ব অর্থনীতি। বিশ্বের বড় বড় কর্পোরেট, কলকারখানা সহ অন্যান্য প্রতিষ্ঠানগুলো কর্মীদের সবেতন ছুটি দেওয়ায় বিপুল পরিমাণ লোকসানের সম্মুখীন। এমতাবস্থায় তারা আগামী ৬ মাসের জন্য কর্মীদের দিয়ে অতিরিক্ত কর্মঘন্টা কাজ করানোর ও সাধারণ ছুটিগুলো কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এই সংসদ আগামী ছয়মাসের জন্য মহামারী চলাকালীন সময়ে সবেতন ছুটি দেওয়া প্রতিষ্ঠানগুলোকে শ্রম আইন নীতিমালার ক্ষেত্রে শিথিলতা দিবে।
কনটেক্সটঃ- মিথ্য সনাক্ত করার যন্ত্র বিদ্যমান আছে ধরে,
এই সংসদ, রাষ্ট্রের সকল ব্যক্তিকে মিথ্যা সনাক্ত করার যন্ত্র সর্বদা ব্যবহারে বাধ্য করবে।
# এই সংসদ, অপরাধীদের শাস্তি হিসেবে স্মৃতি মুছে দিবে।
# এই সংসদ এমন একটি পৃথিবীতে বিশ্বাস করে যেখানে সকলের বুদ্ধিমত্তা একই হবে।
# এই সংসদ, অমরত্ব কে বেছে নিবে।
কনটেক্সটঃ- রুবেল লালাল্যান্ডে বসুবাসরত একজন যুবক। লালাল্যান্ডে বর্তমানে সীমিত গণতান্ত্রিক সরকার বিরাজমান। এই সরকার মানুষের অধিকার এবং সুশাসন প্রতিষ্ঠায় উদাসীন। এছাড়া সরকার স্বচ্ছ নির্বাচন দিতে নারাজ এবং নানা কায়দায় ক্ষমতা ধরে রেখেছে।
এই সংসদ (রুবেল হিসেবে), শাসনরত সরকার দলে যোগ দিবে তার বিরুদ্ধে না গিয়ে।
# এই সংসদ (প্রযুক্তি বিদ্যমান ধরে) আবেগে সীমারেখা আরাপ করবে।
কনটেক্সটঃ- মেমোরি ইরেজার হচ্ছে মস্তিষ্ক থেকে স্মৃতি বা সংযোগগুলির নির্বাচিত কৃত্রিম অপসারণ। এটি অতীতের এমন অভিজ্ঞতা / ঘটনার স্মৃতি মুছে ফেলার জন্য প্রয়োগ করা যেতে পারে যা কারো জন্য বেদনাদায়ক (আঘাতমূলক সড়ক দুর্ঘটনা, রোমান্টিক ব্রেকআপ, পরিবার হারানো ইত্যাদি)।
এই সংসদ মেমরি ইরেজার এর ব্যবহারকে সমর্থন করে না।
কনটেক্সটঃ- Death Note
এই সংসদ একজন জাপানি নাগরিক হিসেবে লাইট ইয়াগামির ডেথনোট ব্যবহারকে সমর্থন করে না।
# অতীতে ফিরে যাবার প্রযুক্তি বিদ্যমান ধরে, এই সংসদ শিশু হিটলারকে হত্যা করবে ।