# এই সংসদ মনে করে, খাদ্যাভাব নয়, অনিশ্চিত স্বাস্থ্যসেবাই আগামীর সংকট।
# এই সংসদ বিশ্বাস করে, বিদ্যালয় হতে বাচ্চাদেরকে অভিভাবকদের কর্তৃত্ব(Parental Authority) সংক্রান্ত সন্দেহপ্রবনতার(Skepticism) শিক্ষা দেওয়া উচিত।
# বর্তমান পৃথিবীর অবস্থা খেয়াল রেখে, এই সংসদ মনে করে, মানুষের ইচ্ছাকৃত প্রজনন অনৈতিক।
কনটেক্সটঃ- স্বাস্থ্যসেবা খাতে পরিষেবা সরবরাহকারী হিসেবে বিশ্ব মঞ্চে কিউবার সুনাম রয়েছে। এমনকি তা জাতিসংঘের স্বীকৃতি দ্বারা প্রমাণিত। উদাহরণস্বরুপ, কিউবার হেনরি রিভ ইন্টারন্যাশনাল মেডিকেল ব্রিগেড ২১টি দেশের ৩৫ লাখের বেশি লোককে জরুরি চিকিৎসা সহায়তার স্বীকৃতি হিসেবে জাতিসংঘ থেকে পুরস্কার পায়। অপরদিকে, নানান অর্থনৈতিক অবরোধ-ও কিউবার স্বাস্থ্যখাতকে প্রভাবিত করতে পারেনি। উল্লেখ্য, কিউবা পুরোদস্তুর একটি কমিউনিস্ট রাষ্ট্র।
এই সংসদ করোনা পরবর্তী পৃথিবীতে কমিউনিস্ট রাষ্ট্রে বাস করতে চায়।
# এই সংসদ, বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে ৫০ শতাংশ নারী আসন বরাদ্দ বাধ্যতামূলক করবে।
# এই সংসদ ক্যাডেট কলেজ সমূহ বন্ধ ঘোষণা করবে।
# এই সংসদ শিশু সাহিত্য ও শিক্ষায় "ভালোর জয়, মন্দের পরাজয়" এই ধারণার বহুল ব্যবহারকে সমর্থন করে না।
# এই সংসদ শিশুদের সকল ধর্মের শিক্ষা প্রদান করে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাদের নিজ নিজ ধর্ম নির্ধারণের সুযোগ করে দিবে।
# এই সংসদ সক্রিয়ভাবে শিশুদের মাঝে কর্তৃপক্ষকে অমান্য করার নীতি শিক্ষা দিবে।
# এই সংসদ স্কুলে রোলের ধারনার জন্য অনুতপ্ত।
# এই সংসদ (সরকার) প্রাথমিক শিক্ষার প্রসারের চেয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার উন্নয়নে অধিক গুরুত্ব দিবে।