# এই সংসদ, নারীবাদীদের আলাদা রাজনৈতিক দল গঠন করাকে সমর্থন করে।


# এই সংসদ শুধুমাত্র নারীদেরকে রাজনৈতিক দলের প্রধান হতে দিবে।


# এই সংসদ মনে করে, এশিয়ান নারীবাদীদের উচিত পুরুষদের জেন্ডার সমস্যা (টক্সিক ম্যাস্কুলিনিটি, etc) নিয়েও কাজ করা।


# নির্ভুল বিস্তারিত ব্যাকগ্রাউন্ড চেক (সামাজিক অবস্থা, অর্থনৈতিক অবস্থা, মানসিক স্বাস্থ্য, ক্রিমিনাল রেকর্ড, গান ট্রেইনিং ইত্যাদি) করা বাস্তবে সম্ভব ধরে নিয়ে, এই সংসদ নারীদের এবং মেয়ে শিশুদের অভিভাবককে আগ্নেয়াস্ত্র বহনের অনুমতি দেবে।


Erotic Capital হল এক ধরনের সামাজিক মূল্য যা মানুষ তার যৌনতার মাধ্যমে অর্জন করে। অন্য যেকোনো Capital এর মত এটি রুপান্তরযোগ্য। যেমন - চাকরিতে পদোন্নতির জন্য যৌনতা ব্যবহার অথবা খ্যাতি অর্জনের জন্য।

এই সংসদ, অর্থনৈতিক, সামাজিক এবং রাজনৈতিক কারণে নারী কর্তৃক নিজের যৌনতা (Erotic Capital) ব্যবহারকে সমর্থন করে।


কনটেক্সটঃ- প্রায়শই নারীবাদীদের বিভিন্ন বাহ্যিক রূপায়নে Stereotyping এর শিকার হতে হয়, যেমনঃ- বড় টিপ পড়া, চুল ছোটো করা, উঁচু গলায় কথা বলা, সিগারেট খাওয়া, লিবারাল পোশাক পরিধান করা ইত্যাদি। মিতু উক্ত বৈশিষ্ট সম্পন্ন একজন নারী যিনি একটি নারীবাদী সংস্থার সাথে যুক্ত।

এই সংসদ মিতু হিসেবে এইসকল বাহ্যিক আচরণ পরিহার করবে।


# এই সংসদ বিশ্বাস করে, House Wife-দের মহিমান্বিত করা নারীবাদী আন্দোলনের পথে বাধা।


# এই সংসদ নারী কর্মচারীদের এমন একটি চুক্তি করতে দিবে যেখানে সন্তান জন্মদানের অধিকার এর বিনিময়ে উচ্চ বেতন প্রদান করা হবে।

ক্ল্যারিফিকেশনঃ- সন্তান জন্ম দিবে না এই শর্তে রাজি হলে উচ্চ বেতন পাবে- এরকম চুক্তি।


# এই সংসদ নারীবাদী আন্দোলন হিসেবে প্রতিরক্ষা বাহিনীতে অধিকতর নারীর অন্তর্ভূক্তির জন্য জোর দিবে। 


# এই সংসদ, শিল্পে নারীর মমতাময়ী চরিত্রায়নের বহুল ব্যবহারে অনুতপ্ত।


# এই সংসদ বিশ্বাস করে মহিলাদের, পুরুষদের তুলনায়ে কম আয়কর দেওয়া উচিত।


# এই সংসদ নারী কয়েদিদের তাদের শিশু সন্তানকে জেলে রাখার অনুমতি দিবে।


# এই সংসদ শুধুমাত্র নারীদের জন্য স্থান,সেবা (নারীদের জন্য বাস,বাইক,অফিস,ইত্যাদি) বৃদ্ধির প্রবনতায় অনুতপ্ত।


# এই সংসদ মনে করে, যে সকল অঞ্চলে নারীর প্রতি সহিংসতার মাত্রা বেশি সেই অঞ্চলে নারী কর্তৃক আক্রমণ/অপরাধের জন্য কম সাজা প্রদান করা উচিত।


# এই সংসদ বিশ্বাস করে নারীবাদী আন্দোলন হিসেবে মুসলিমপ্রধান দরিদ্র দেশগুলোতে বহুগামিতা (Polygamy) এর বিরুদ্ধে ক্যাম্পেইন করা উচিত নয়।


# কোনো দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাতের সমাধানকল্পে, এই সংসদ ভিন্ন জাতিসত্তার জন্য পৃথক জাতিরাষ্ট্র গঠনের ধারণাকে সমর্থন করে। 


# এই সংসদ মনে করে বর্তমান প্রেক্ষাপটে নারীর প্রতি সহিংসতা 'নারী স্বাধীনতা' দাবীর ফলাফল ।


# এই সংসদ বিশ্বাস করে, "Black Lives Matter" আন্দালন-এর উচিত আক্রমণাত্মকভাবে (Aggressively) দাসপ্রথা-এর জন্য ক্ষতিপূরণ-এর দাবি প্রচার করা।


# এই সংসদ মাতৃত্বের গ্লোরিফিকেশনে অনুতপ্ত।


কনটেক্সটঃ- আসন্ন একটি নির্বাচনে অন্যান্য প্রতিদ্বন্দীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গের একজন প্রার্থী অংশগ্রহন করেছে, যিনি অন্যান্য প্রার্থীদের তুলনায় কম রাজনৈতিক দক্ষতা সম্পন্ন।

এই সংসদ, একজন শিক্ষিত সচেতন তৃতীয় লিঙ্গের ভোটার হিসেবে প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের প্রার্থীকেই ভোট দিবে।


# এই সংসদ অর্থনৈতিক ও রাজনৈতিক সহায়তা প্রদান করে দেশের অভ্যন্তরে মাতৃতান্ত্রিক অঞ্চল/সমাজ গড়ে তুলবে। 












_______________________

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING