# আব্রাহামিক ধর্মসমূহে ঈশ্বরকে একটি মহান চরিত্র রূপে চরিত্রায়ন করা হয়। যেখানে ঈশ্বর সবচেয়ে বেশী দয়াময়, সবচেয়ে ন্যায় বিচারক ও সর্বোত্তম গুণসমূহের অধিকারী।

এই সংসদ, ঈশ্বরের মহান চরিত্রায়ন সমর্থন করে না।


কনটেক্সটঃ- "রেডমন"  হল উচ্চ কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন একটি রোবট যে, স্ব স্ব ধর্ম সম্পর্কিত জ্ঞান রাখে এবং বিভিন্ন ধর্মীয় সেবা প্রদানের ক্ষেত্রে অনুভূতি সম্পন্ন সত্ত্বা হিসেবে কাজ করে।

এই সংসদ, এমন একটি পৃথিবীতে বসবাস করতে চাইবে যেখানে ধর্মীয় সেবা প্রদানের জন্য যাজক, ইমাম, পুরোহিত ইত্যাদি এর পরিবর্তে "রেডমন" থাকবে।


# এই সংসদ পূর্ববর্তী জন্মের কৃতকর্মের উপর পরবর্তী জন্মভাগ্য নির্ধারণ করবে।


# সম্ভাব্যতা অনুমান করে, এই সংসদ প্রত্যেকটি বৃহত্তর ধর্মের জন্য একটি করে সার্বভৌম রাষ্ট্র তৈরী করবে এবং নির্দিষ্ট ধর্মে বিশ্বাসী মানুষদের ধর্মভিত্তিক নাগরিকত্ব প্রদান করবে।


কনটেক্সটঃ- কল্পনা করা হচ্ছে এমন একটি বাস্তব পৃথিবী, যে পৃথিবীতে কেবল মাত্র একটি ধর্ম রয়েছে। বিশ্বের অধিকাংশ মানুষই সেই ধর্মকে বিভিন্ন মাত্রায় অনুসরণ করে। এই একটি ধর্মের বৈশিষ্ট্য বর্তমান পৃথিবীর ধর্মগুলোর মতই।

এই সংসদ এই পৃথিবী (একটি মাত্র ধর্মবিশিষ্ট) থেকে ধর্মহীন পৃথিবী অধিক সমর্থন করে।


# এই সংসদ (ধর্মীয় প্রতিষ্ঠান) উচ্চ দারিদ্র্যপীড়িত অঞ্চলে ধর্মের বামপন্থী শিক্ষাকে মহিমান্বিত করবে।

ক্ল্যারিফিকেশনঃ- ধর্মীয় বামপন্থী শিক্ষা বলতে যেটা বুঝানো হচ্ছে তা হলো, ধর্মের সেসব দুনিয়াবি শিক্ষাগুলো যেগুলো সাম্য, অধিকার আদায় করার কথা বলে।


# এই সংসদ, জন্মের পর শিশুকে ধর্মীয় রীতিনীতিতে বেড়ে উঠতে বাধ্য করবে না।


# এই সংসদ, একজন ইন্ডিয়ান মুসলিম হিসেবে বিজেপি বিরোধী আন্দোলনে অহিংস নীতি পরিহার করবে।


# এই সংসদ পাবলিক প্লেসে ধর্মের প্রচারণা কে সমর্থন করে না।


# কনটেক্সটঃ- ক্রিশ্চিয়ান গোল্ডেন রুল হচ্ছে নাসরতীয় যিশু (Jesus of Nazareth) প্রবর্তিত এক কর্ম নীতি, যাতে বলা হয়- আপনি অন্যদের কাছ থেকে যেমন আচরণ আসা আশা করেন, তাদের সাথে তেমন আচরণই করুন।

এই সংসদ, ক্রিশ্চিয়ান গোল্ডেন রুল এর ধারণায় অনুতপ্ত।


# এই সংসদ, ঈশ্বরের অস্তিত্ব আছে ধরে নিয়ে "অনেক পাপ কাজ করার পরও ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করলে তিনি ক্ষমা করে দিবেন" এই ধারনায় অনুতপ্ত।


# এই সংসদ, ধর্ম প্রচারকদের সক্রিয় রাজনৈতিক অংশগ্রহণে নিষেধাজ্ঞা প্রদান করবে।


# এই সংসদ এমন একটি পৃথিবী সমর্থন করে যেখানে ধর্ম প্রচারকরা নরকের ধারণা প্রচার করবে না।


এই সংসদ মনে করে, ধর্মের বিজ্ঞানভিত্তিক চরিত্রায়নে অনুতপ্ত হওয়া উচিত।


# এই সংসদ মনে করে, ধর্মীয় মূল্যবোধ নয়, সাংস্কৃতিক মূল্যবোধই পারে নারীর সম্মানকে সুরক্ষিত করতে।


এই সংসদ বিশ্বাস করে, প্রতিষ্ঠিত ও সংগঠিত ধর্মসমূহের জন্য, অনুসারী কর্তৃক ধর্মীয় মৌলিক অনুষংগের ব্যাখ্যা প্রদানের প্রচেষ্টা করা ক্ষতিকর। 


# এই সংসদ ধর্ম প্রচার ও প্রসারে পুরস্কার/শাস্তির উপর অধিক গুরুত্ব প্রদানে সমর্থন করে না। 


# এই সংসদ, সংখ্যালঘু ধর্মের অন্তর্ভুক্ত পিতামাতা হিসাবে, তাদের সন্তানদের প্রকাশ্যে তাদের বিশ্বাস প্রকাশ করা থেকে নিরুৎসাহিত করবে (উদাঃ টুপি পরা, হিজাব বা বিশ্বাসের অন্যান্য বাহ্যিক প্রকাশ  ইত্যাদি)


# এই সংসদ অসাম্প্রদায়িক বাংলাদেশে সাপ্রদায়িক মোদীকে আমন্ত্রণ জানাবে না।


# এই সংসদ, মানুষকে দানে (charity) উদ্বুদ্ধ করতে ধর্মীয় দায়িত্ববোধের ব্যবহারকে সমর্থন করে না।  


# এই সংসদ মনে করে, ধর্মই পৃথিবীর সবচেয়ে বড় বিভাজন।


কনটেক্সটঃ- ডেভিড তার ভাইকে হত্যা করেছে, কিন্তু হত্যাকান্ডটির কোনো সাক্ষ্য প্রমাণ নেই। পুলিশও সেই হত্যাকান্ডের কোনো সুরাহা করতে পারেনি। কয়েক বছর পর ডেভিড এক পাদ্রী,ফাদার অ্যাডামের কাছে কনফেশনের জন্য যায়। সে হত্যার কথা তার কাছে স্বীকার করে পাপমুক্তি চায়।  

 এই সংসদ মনে করে ফাদার অ্যাডামের উচিত পুলিশকে ডেভিডের হত্যাকান্ড সম্পর্কে জানানো । 












Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING