# এই সংসদ, অসুস্থতা, মৃত্যু এবং দুর্দশার মূহূর্তে আশার উপস্থিতিতে অনুতপ্ত।


# এই সংসদ শর্তযুক্ত ভালবাসার মহিমান্বিতকরণে (Glorification) অনুতপ্ত।


# এই সংসদ, যে কোন প্রতিযোগিতায় অংশগ্রহণ-ই মূলকথা- এই ধারণার বহুল প্রচারে অনুতপ্ত।


# এই সংসদ, বিশিষ্ট মানবতাবাদী নেতাদের আক্রমনাত্মক ও Radical চরিত্রায়ন অপেক্ষা শান্তিবাদী ও মধ্যপন্থীতার প্রাধান্যপূর্ণ চরিত্রায়নে অনুতপ্ত।


# এই সংসদ সেলিব্রেটিদের কাজের সাথে ব্যক্তিগত জীবনের সংগতি খোঁজায় অনুতপ্ত।


# এই সংসদ এমন একটি পৃথিবী চায়, যেখানে প্রত্যেকটি মানুষ নিজের অনন্যতার (Uniqueness) অপেক্ষা নিজের প্রতিস্থাপনযোগ্যতায় (Replacablitiy) বিশ্বাস করে।


# এই সংসদ একজন ব্যক্তির ভবিষ্যৎ ক্যারিয়ার কেন্দ্রিক বিষয় (সাইন্স, আর্টস, কমার্স) বাছাই করার সম্পূর্ণ অধিকার ঐ ব্যক্তিকে দিবে।


# এই সংসদ "Black lives matter" স্লোগানের বদলে "Everyone matters" বা "Every life matters" স্লোগান ব্যবহার করবে।


কনটেক্সটঃ- নিমর্মতার সম্মুখীন হওয়া ধরে নিয়ে, 

এই সংসদ বিশ্বাস করে দাসত্ব থেকে মৃত্যু ভালো।


# এই সংসদ কিছু কিছু পেশার মানুষের(শিক্ষক, চিকিৎসক ইত্যাদি) নিঃস্বার্থ হতে হবে এরূপ সামাজিক ধারণার জন্য অনুতপ্ত।


# এই সংসদ এরকম একটি পৃথিবীতে বসবাস করবে যেখানে সবাই একই ধূসর পোশাক পরিধাণ করবে।


# "কম বুদ্ধিসম্পন্ন ও দায়িত্বজ্ঞানহীন জনগণ এর প্রাপ্য তাদের মতই সরকার" - এই সংসদ এই ধারণাকে সমর্থন করে।


# এই সংসদ, শহিদী মৃত্যুর মহিমান্বিতকরণের ধারণায় অনুতপ্ত।


# এই সংসদ, "যা আছে তা নিয়ে সুখী থাকাই জীবন" এই ধারণার বহুল প্রসার ঘটাবে।


# এই সংসদ, "সব ভালো তার শেষ ভালো যার" এই ধারনায় অনুতপ্ত।


# এই সংসদ বিশ্বাস করে পশু অধিকার কর্মীদের প্রচার করা উচিত যে, "পোষ্যের মালিকানা নৈতিক নয়"।


কনটেক্সটঃ- যীশুর জীবনের অন্যতম দর্শন ছিল মানুষের দুর্দশা ও ভোগান্তি লাঘব। করোনাভাইরাসকালীন সময়ে ভ্যাটিকান চার্চের পাদ্রীরা উপলব্ধি করলেন, সারা বিশ্বে দরিদ্র ও ক্ষমতাহীন মানুষেরা সবচেয়ে দুর্দশাগ্রস্থ জীবন যাপন করছে। কিছু মানুষের হাতে সম্পদ ও ঐশ্বর্য কুক্ষিগত।ভ্যাটিকান চার্চ মনে করে এটি যীশুর কল্পিত বিশ্বকাঠামোর বিরোধী সিস্টেম।

এই সংসদ ভ্যাটিকান পাপ হিসেবে-সারা বিশ্বে সাম্যবাদী বিপ্লব পরিচালনা করতে প্রচারণা চালাবে।


# এই সংসদ বিশ্বাস করে যে, একজন উদারপন্থী হিসেবে "সোস্যাল অডিটিং" ধারণার কঠোর বিরোধিতা করা উচিত।


# এই সংসদ (একজন সাবেক বিতার্কিক হিসেবে) নিজের সন্তানকে বিতর্ক করতে নিরুৎসাহিত করবে।


# এই সংসদ, পরিবারসূত্রে পাওয়া পরিচয় (বংশ/ সারনেম/ গোষ্ঠীর নাম) ব্যবহারের ধারণা সমর্থন করে না।


#এই সংসদ মানুষকে স্বার্থপর হতে উৎসাহ দিবে।


#এই সংসদ এমন একটি পৃথিবীতে বিশ্বাস করে, যেখানে ফুটন্ত ক্রোধ, প্রেমে পাগল হওয়া, চরম শোক ইত্যাদির মতো চরম আবেগ নেই।


কনটেক্সটঃ- শিশু বা কিশোর লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে সাধারণত আসেপাশের সফল ব্যাক্তিদের দ্বারা অনুপ্রাণিত হয় বা তাদের থেকে উৎসাহ গ্রহণ করে থাকে বা গ্রহণ করানো হয়। পিতা মাতা বা নিকটত্মীয়রা তাকে এই সফল ব্যক্তিদের তথ্য ও সফলতার গল্প দিয়ে তাদের অনুপ্রাণিত করার চেষ্টা করে।

এই সংসদ, লক্ষ্য নির্ধারণের ক্ষেত্রে শিশু-কিশোরের ওপর এই উৎসাহ বা অনুপ্রেরণা আরোপ করা সমর্থন করে না।


# এই সংসদ (একজন মধ্যবিত্ত তরুণ হিসেবে) ক্যারিয়ার বাছাই এর ক্ষেত্রে উৎকর্ষের বদলে নিরাপত্তাকে বেছে নিবে।


# এই সংসদ প্রতিবন্ধী মানুষের দৈনন্দিন জীবন অনুপ্রেরণাময়, এরকম চিত্র অঙ্কনে অনুতপ্ত।


কনটেক্সটঃ- পোস্টস্ট ট্রুথ সোসাইটিতে মানুষ কোন মতামতকে গ্রহণ বা বর্জনের ক্ষেত্রে যুক্তি ও সত্যের তুলনায় তাদের আবেগ ও বিশ্বাসকে অধিক গুরুত্ব দেয়।

মানুষ কোন বিষয় নিয়ে ধারণা তৈরীর উদ্দেশ্যে তার সাথে সুসম্পর্কযুক্ত বা সাদৃশ্যপূর্ণ মতাদর্শে বিশ্বাসী ব্যাক্তির দেয়া মতামত কেই যথাযথ বলে মনে করে। সেই মতামত নিজের মানসিকতা ও জ্ঞান অনুযায়ী অন্য মানুষের কাছে সেটিকে উত্তম বলে প্রচার/শেয়ার করে। এবং ভিন্ন বা সাংঘর্ষিক বিশ্বাসধারীদের মতামত এর উপর নিজের গােষ্ঠীর বিশ্বাসটিকে অধিক গুরুত্ব দেয়।

উল্লেখ্য যে, মানুষ সভ্যতার শুরু থেকেই পোস্ট ট্রুথ সোসাইটি। ডায়াবেটিস হবে জেনেও সফট ড্রিংক্স থাওয়া, বিভিন্ন বিমূর্ত দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে গণতন্ত্র কে আদর্শ রাষ্ট্রনীতি মনে করা, নিহতদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন করে শোক প্রকাশ, দেশের জন্য যুদ্ধ বা ধর্মের জন্য জিহাদ এ সবকিছুই পোস্ট টুথ সোসাইটির বহিঃপ্রকাশ।

এই সংসদ একটি পোস্ট ট্রুথ সোসাইটিতে বসবাস করায় অনুতপ্ত।


# এই সংসদ এমন একটি পৃথিবীতে বাস করতে চায় যেখানে মানুষ তার পাপ-পূণ্যের ফলাফল পৃথিবীতেই ভোগ করে।


# এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে স্মৃতি অবিকৃত এবং অমলিন থাকবে।


# এই সংসদ "সময়ের সাথে সবকিছুর নিরাময় হয়" এই উপাখ্যানে অনুতপ্ত।


# এই সংসদ এমন একটি পৃথিবীতে থাকতে চায় যেখানে সবার বুদ্ধিমত্তা মাঝামাঝি মানের এবং সমান। সেই পৃথিবীতে Toxic Superiority বা শ্রেষ্ঠত্বের ধারণা থাকবে না।


# এই সংসদ জীবনের অন্তনির্হিত অর্থ রয়েছে, এই উপাখ্যানে অনুতপ্ত।


# এই সংসদ বৃদ্ধ মা-বাবার ভরণপোষণকে সন্তানের জন্য বাধ্যতামূলক মনে করে না।


# এই সংসদ, "মানুষ পৃথিবীর জন্য ভাইরাস" এই ধারনায় অনুতপ্ত।


# এই সংসদ দারিদ্র্যকে মহিমান্বিত করায় অনুতপ্ত।


# এই সংসদ বিশ্বাস করে, 'সবাই সুন্দর'- এই উক্তিটি প্রচার করার পরিবর্তে 'সৌন্দর্য্য গুরুত্বপূর্ণ নয়'- এটি প্রচার করা উচিত।


# এই সংসদ দেশের জন্য জীবনদানকারী কোন আইন শৃঙ্খলা বাহিনী (যেমনঃ র‍্যাব, আর্মি, পুলিশ ইত্যাদি) এর সদস্যের মৃত্যুর গ্লোরিফিকেশনে অনুতপ্ত।


# এই সংসদ যুদ্ধ পরিত্যাগ করা যোদ্ধাদের ক্ষমা করবে।


# এই সংসদ, সৈনিকদের মৃত্যুকে বীরত্বের প্রতীক নয়, বরং অনুশোচনীয় মৃত্যুর দ্বারা চিত্রায়ন করবে।


# এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায় যেখানে সকল ধরনের সম্পর্ক (প্লেটোনিক বা রোমান্টিক) তৈরির আগে সম্পর্কটি দীর্ঘস্থায়ী হবার সম্ভাবনাকে প্রাধান্য দেয়া হয়।


# এই সংসদ দানের ক্ষেত্রে Show off সমর্থন করে


# কোনো দীর্ঘস্থায়ী জাতিগত সংঘাতের সমাধানকল্পে, এই সংসদ ভিন্ন জাতিসত্তার জন্য পৃথক জাতিরাষ্ট্র গঠনের ধারণাকে সমর্থন করে। 


#এই সংসদ, আদর্শের মৃত্যু নেই (আইডিয়া বুলেটপ্রুফ ) এই ধারনা কে বিশ্বাস করে না।


#এই সংসদ, ট্রান্সহিউম্যানিসম এর দর্শন গ্রহন করবে।


#সুখ মাপা যায় এরৃপ ধরে নিয়ে এই সংসদ সুখের উপর কর আরোপ করবে।


# এই সংসদ মনে করে, যাবতীয় বৈষম্য প্রকৃতি সৃষ্ট বাকি সব নিয়ামক নিছকই উছিলা।


# এই সংসদ মনে করে, সংকট এখন সুযোগের নয়, অধিকার বোধের।


#এই সংসদ "ক্ষমা একটি মহৎ গুণ" এমন বহুল প্রচলিত আখ্যানটির জন্য অনুতপ্ত।











Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING