কনটেক্সটঃ- অবনী ধনী পরিবারের একজন নারী যিনি স্বামী ও স্বামীর পরিবার দ্বারা বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতিত। তার স্বামী পরনারীতে আসক্ত ও মাতাল। তার স্বামীর পরিবারের মানুষজন তাকে পরিবারের অন্যান্য সদস্যদের মতো মূল্যায়ন করে না। ওয়েস্ট ওয়ার্ল্ড এমন একটি থিম পার্ক যেটা তৈরি করা হয়েছে ছুটি কাটাতে আসা ধনী ব্যাক্তিদের জন্য। এখানে ঘুরতে আসা ব্যাক্তিরা হচ্ছেন “গেস্ট” বা অতিথি এবং তাদের আতিথেয়তার জন্য সর্বদা নিয়োজিত থাকবে "হোস্ট" বা ঘরের কর্তা। এই "হোস্ট"দের সকলেই রোবট বা যন্ত্রমানব। এখানে যারা বেড়াতে আসে তাদেরকে হোস্টদের মাধ্যমে দেয়া হয় কৃত্রিম এক ধরণের অনুভূতি। আপনি আপনার মনের সব অবদমিত কামনা বাসনা যেমনঃ- মাতাল হওয়া, খুন, যৌনতা, এডভেঞ্চার প্রভৃতি এই পার্কে এসে হোস্টদের সাথে উপভোগ করতে পারবেন। কিন্তু কোনো হোস্ট আপনার ক্ষতি করতে পারবে না এবং হোস্টদের স্মৃতি প্রতিরাতে পরিষ্কার করে আবার আগের অবস্থায় নিয়ে আসা হয়। পার্কে ঢোকার আগে একজন "গেস্ট"কে সাদা কিংবা কালো রঙের টুপি বা হ্যাট এর মাঝে একটি বাছাই করতে বলা হয়৷ এই বাছাইকৃত হ্যাট, "গেস্ট" কিভাবে থিম পার্কে খেলতে চাচ্ছেন তা প্রতিফলিত করে। "হোয়াইট হ্যাট" দ্বারা বোঝানো হয় আপনি নিজেকে থিম পার্কে "হিরো" হিসেবে উপস্থাপন করতে চান অর্থাৎ আপনি হোস্টদের ক্ষতি করবেন না কিংবা বর্বর যৌনতায় মত্ত হবেন না, "হোস্ট"দের ভালো হয় এমন কাজ করবেন। "ব্ল্যাক হ্যাট" দ্বারা বোঝানো হয় আপনি নিজেকে "ভিলেন" হিসেবে উপস্থাপন করবেন অর্থাৎ আপনি সহিংস হবেন, খুন কিংবা বর্বতায় যুক্ত হবেন।
এই সংসদ (অবনী) ওয়েস্টওয়ার্ল্ডে অতিথি বা ""গেস্ট"" হিসেবে প্রবেশের সময় কালো টুপি বা "ব্ল্যাক হ্যাট" পরিধান করবে।
কন্টেক্সট ১:- ""খাঁন-সপ্তক"" একটি ইসলামী সাম্প্রদায়িক রাজনৈতিক গোষ্ঠী যারা কিনা মহামারী চলাকালীন সময়ে ত্রান দিয়ে সহায়তা করছে। কিন্তু, অন্য ধর্মের মানুষদের ত্রান দানের অস্বীকৃতির পাশাপাশি তাদের কে ধর্ম পরিবর্তন করলে ত্রান ও অনুদান দিবে এরকম ঘোষনাও দিচ্ছে।
কন্টেক্সট ২:- ""হাসান"" একজন মধ্যবিত্ত পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি যে কিনা মহামারীর কারনে লকডাউনে আটকা রয়েছে এবং আয়-উপার্জন বন্ধ রয়েছে। তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে। সংগঠনটি থেকে অনুদান গ্রহণ করলে তার পরিবারের দীর্ঘস্থায়ী স্বচ্ছলতা নিশ্চিত করা সম্ভব হবে।
এই সংসদ (হাসান), একজন শিক্ষিত সচেতন নাগরিক হিসেবে, "খাঁন-সপ্তক" দলের কাছ থেকে অনুদান গ্রহণ করবে না।
কনটেক্সটঃ- "ক" নামক একটি উন্নয়নশীল দেশে পাহাড়ি অঞ্চলে সংখ্যালঘু আদিবাসী উপজাতি বিদ্যমান যাদের সংস্কৃতি সংখ্যাগরিষ্ঠ জনগণ থেকে ভিন্ন। দেশের সরকার থেকে তাদের বহুবার নির্যাতন এর ইতিহাস বিদ্যমান যার কারণে এদের মধ্যে অনেকসময় স্বাধীনতাকামী মনোভাব পরিলক্ষিত হয়েছে। বংশ পরম্পরায় জুম চাষ তাদের জীবিকার প্রধান উপায়। সংখ্যাগরিষ্ঠ সভ্যতার সাথে ভিন্নতার কারণে ওই সমাজে শিক্ষাসহ অন্যান্য মৌলিক অধিকার লাভ করা বেশ কঠিন ও সরকারি কর্মসংস্থানের সুযোগ খুবই অপ্রতুল। পাশাপাশি নতুন একট আইনে রাষ্ট্রীয়ভাবে চাষাবাদের জন্য বনাঞ্চলে আগুন লাগানোর বিরুদ্ধে আইন প্রনয়ন হয়েছে। এমতাবস্থায় তারা জুমচাষ করার জন্য বিভিন্ন পাহাড়ি বনাঞ্চলে আগুন লাগায়, পাশাপাশি প্রতিবাদের প্রতিফলন স্বরূপ আরও অতিরিক্ত কিছু প্রাকৃতিক বনাঞ্চলে আগুন লাগিয়ে ধ্বংস করে।
এই সংসদ স্থানীয়দের (আদিবাসী উপজাতি) পাহাড়ি বনাঞ্চলে আগুন লাগানো সমর্থন করে।
কনটেক্সটঃ- মানবজাতির সাথে ""হাইভ মাইন্ড"" নামক একশ্রেণীর উচ্চ পর্যায়ের প্রাণী যোগাযোগ করেছে। তারা মানুষদের জানিয়েছে মানুষ চাইলে তাদের অংশ হয়ে হাইভ মাইন্ডের সাথে একত্রিত হয়ে যেতে পারবে। ফলাফল স্বরূপ মানুষের ফ্রি উইল বা স্বাধীন ইচ্ছা চিরতরের জন্য ত্যাগ করতে হবে। কিন্তু হাইভ মাইন্ডের সাথে একত্রিত হলে মানবজাতি মানুষ কর্তৃক সবধরণের নির্যাতন থেকে চিরতরে মুক্তি লাভ করবে।
এই সংসদ হাইভ মাইন্ডের অংশ হবে।
কনটেক্সটঃ-ইশতি মধ্যবিত্ত পরিবারের সন্তান। দেশের একটি স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতির উপর ভালো সিজিপিএ নিয়ে স্নাতক করেছে। তার ইচ্ছা অর্থনীতিতে গবেষণা করার। কিন্তু সামাজিক প্রতিকূলতায় তাকে একটি টোবাকো কোম্পানিতে চাকরী বেছে নিতে হয়। প্রতিষ্ঠানটিতে তার পজিশন এবং বেতন ভালো, কিন্তু যেহেতু প্রতিষ্ঠানটি টোবাকোর সেহেতু ইশতির নৈতিকতার সাথেও সেটি যায় না। তারপরাে সামাজিক প্রতিকূলতার কথা চিন্তা করে তাকে চাকরীটি করে যেতে হয়, নিজেকে পরিবেশের সাথে মানিয়ে নিতে হয়।
এই সংসদ সামাজিক প্রতিকূলতায় মানুষের খাপ খাওয়ানোর ক্ষমতায় অনুতপ্ত।
থিমঃ- লক্ষ্যহীন জীবন নাবিক ছাড়া জাহাজের মতো।
এই সংসদ, মানুষের পেশাকেন্দ্রিক লক্ষ্যের গ্লোরিফিকেশনে অনুতপ্ত।
কন্টেক্সটঃ- হেডোনিক ট্রেডমিল হল এমন একটি প্রবণতা যা নির্দেশ করে মানুষের জীবনে কোনা ধরণের বড় বা ছোট ইতিবাচক কিংবা নেতিবাচক পরিবর্তন হলে তা আবার তুলনামূলক গড় সুখের স্তরে ফিরে আসে। লটারি বিজয়ীদের ওপর একটি গবেষণায় দেখা যায়, তাদের লটারি জয়ের এক বছর পর তাদের জিজ্ঞেস করবার পর যে লটারি জয়ের সুখানুভূতি কি এখনও রয়েছে কিনা, তারা উত্তর দেয় নেই। মানব মস্তিষ্কের এমন প্রবণতার কারণ হল মানুষের জীবনে কোনাে কিছু হতে প্রাপ্ত সুখ দীর্ঘস্থায়ী নয় বা তা দীর্ঘসময় ধরে থাকে না। এই তত্ত্ব অনুসারে, একজন ব্যক্তি যত বেশি অর্থোপার্জন করে বা তার আকাঙ্ক্ষিত বিষয়টি জয় করে, প্রত্যাশা ও আকাঙ্ক্ষা তত বেড়ে যায়, যার ফলে সুখের স্থায়ী লাভ হয় না।
এই সংসদ এমন একটি পৃথিবীতে বসবাস করা শ্রেয় মনে করে যেখানে মানুষ হেডোনিক ট্রেডমিল দ্বারা পরিচালিত হয় না।
কনটেক্সটঃ- আলাবা, মিউকি নামক রাষ্ট্রের সাথে যুদ্ধরত একটি বিচ্ছিন্ন(আইসোলেটেড) দেশ। বেকারত্ব সে দেশে খুবই কম, সবাই বিভিন্ন চাকরি, বা ব্যবসার সাথে সংযুক্ত। এমনকি যুদ্ধের জন্য সে দেশে প্রচুর অস্ত্রের উৎপাদন হয়, অনেকে এই অস্ত্রের ব্যাবসা করেও জীবিকা খুব ভালোভাবে নির্বাহ করছে। একই সাথে এই বিচ্ছিন দেশে একনায়কতন্ত্র চলার কারনে নাগরিকদের স্বাধীন চলাফেরা সম্ভব হয় না, বিভিন্ন সময় কার্ফিউ,পাবলিক প্লেসে অনেক পুলিশের উপস্থিতি থাকে। এখন, আপনি মাইকেল, সদ্য এই রাষ্ট্রের রাজা হয়েছেন এবং এই পুরো রাজত্ব আপনি পেয়েছেন আপনার বাবার মৃত্যুর পর। এবং রাজত্ব পেয়ে আপনি জানতে পারলেন যেই দেশ মিউকির সাথে আপনাদের এতদিন যুদ্ধ চলছিলো বলে সবাই জানতো এই নামে কোনো দেশ নেই এবং এই যুদ্ধটি একটি সাজানো নাটক; যেই অস্ত্রগুলো বানানো হতো তা নষ্ট করে ফেলা হতো বা সমুদ্রে ফেলে দেয়া হতো।
এই সংসদ (মাইকেল হিসেবে) সত্যটি সবাইকে জানিয়ে দিবে।
কনটেক্সটঃ- Mr. Tesla একজন বৃদ্ধ ও স্বনামধন্য Independent Scientist যিনি Mockland নামক দেশের বাসিন্দা। Tesla একাকী বসবাস করেন আর নিজের মত পাগলাটে শখের যন্ত্র তৈরি করেন। * Mockland এর রাষ্ট্রনায়ক স্বৈরাচারী, যুদ্ধংদেহী ও বৈশ্বিকভাবে ক্ষমতাশালী। * বহুবারের ব্যার্থতার পর Mr. Tesla দীর্ঘ ৪৫ বছর গবেষনা করে একটি টাইম মেশিন তৈরি করতে পেরেছেন- যেটি ব্যাবহার করে কেবলমাত্র অতীতে যাওয়া সম্ভব; পাশাপাশি অতীতে গিয়ে কোনো ধরণের পরিবর্তন না ঘটানো পর্যন্ত ভবিষ্যত ১০০% নিশ্চিতভাবে অনুমান করতে সক্ষম এ টাইম মেশিন। তবে চাইলে অতীতে গিয়ে পরিবর্তন ঘটিয়ে একটি ভিন্ন ভবিষ্যত তৈরি করাও সম্ভব! * তিনি যন্ত্রটি দিয়ে প্রথমে ১০০ বছর পরের ভবিষ্যত দেখলেন। আগামী ১০০ বছরের মধ্যেই Artificial Intelligence বা AI এর উৎকর্ষ মানুষের নিয়ন্ত্রণক্ষমতাকে অতিক্রম করে এক অভূতপূর্ব evolution এর ভেতর দিয়ে যাবে। ন্যাচারাল সিলেকশনের দরুন মানুষ সহ প্রায় সকল প্রাণীই এর ফলে একটি Mass Extinction এর কবলে পড়বে। তবে এই বিবর্তন এক নতুন Geological Era সৃষ্টি করবে যা মহাজাগতিক দুর্যোগ ব্যাতিত আজীবন টিকে থাকবে। যেটি হবে একটি Mechanised বা যান্ত্রিক Evolution এবং আমাদের পরিচিত life forms থেকে সম্পূর্ণরূপে ভিন্ন। তবে যন্ত্রটি ব্যাবহার করে দূর ভবিষ্যতের এই ঘটনাকে প্রতিহত করা সম্ভব।এরপরই Tesla পরেদিনের ভবিষ্যত দেখতে গিয়ে জানতে পারলেন তার দেশের গোপন রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা তার উপর অনেক বছর থেকেই নজরদারি করছে এবং তার যন্ত্রের সফলতার খবর ওদের কাছে পৌঁছে গেছে। তারা কয়েক ঘন্টার মধ্যেই যন্ত্র সহ তার সকল রিসার্চ অধিগ্রহন করে তাকে মিথ্যা মামলায় জেলে প্রেরণ করবে। * Mr. Tesla তার টাইমমেশিনসহ সকল যন্ত্র ও গবেষনা ধ্বংস করে দিয়ে গত ১০ বছর ধরে লোকচক্ষুর অন্তরালে আছেন যেখানে কেউ তার খোঁজ পাবেনা এবং তিনি প্রকৃতির কাছাকাছি একটি মনোরম স্থানে একাকী নিজের মৃত্যুর দিন গুনছেন।
এই সংসদ, Mr. Tesla-র এ সিদ্ধান্তকে সমর্থন করে।
কনটেক্সটঃ- আমেরিকা প্রথম, এটি মূলত একটি আমেরিকান পররাষ্ট্র নীতিকে বুঝায় যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সাধারণত নিজেদের জাতীয়তাবাদ, পক্ষপাতিত্ব, সুরক্ষাবাদ ইত্যাদিতে বেশি জোর দিবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র প্রবেশ করার বিরুদ্ধে ১৯১৮-১৯৩৯ সালে এটি প্রথম প্রমিনেন্ট হয়েছিলো। ২০১৬ সাল হতে একই নাম, স্লোগান এবং পররাষ্ট্রনীতি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন অন্বেষণ করছে।
এই সংসদ মনে করে "আমেরিকা প্রথম" নীতি আমেরিকার ভালোর চেয়ে ক্ষতি বেশি করছে।
কনটেক্সটঃ- প্রোডাক্টিভ লকডাউন হচ্ছে লকডাউনেও বিভিন্ন ধরনের প্রোডাক্টিভ কাজ করা। বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক শিক্ষা/কাজের বাইরে অতিরিক্ত কাজ করে এগিয়ে যাওয়ার প্রতিযাগিতাপূর্ণ মনোভাবই "প্রোডাক্টিভ লকডাউন" এর মূল প্রতিপাদ্য।
এই সংসদ, প্রোডাক্টিভ লকডাউন এর ধারণার বহুল প্রচারে অনুতপ্ত।
কনটেক্সটঃ- আনিকা একজন ৪৫ বছর বয়সী যার পরিবারে স্বামী এবং এক সন্তান আছে। আনিকা বর্তমানে ব্রেইন ক্যান্সারে আক্রান্ত যেটি প্রায় ১০ মাস ধরে রয়েছে। বর্তমানে চিকিৎসক দুটো সমাধান দিয়েছেন। প্রথমত, তিনি সার্জারি করতে পারবেন যেখানে তার মৃত্যু ও বেঁচে থাকার সম্ভাবনা ৫০ ভাগ এবং তিনি সুস্থ হলে সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। দ্বিতীয়ত, সার্জারি না করে বর্তমান ওষুধ চলতে পারেন যার মাধ্যমে তিনি আরও ৫ বছর বাঁচবেন তবে তার বাকশক্তি শারীরিক অবস্থার ধীরে ধীরে অবনতি ঘটবে।
এই সংসদ আনিকার পরিবার হিসেবে সার্জারি না করার সিদ্ধান্ত নিবে।
কনটেক্সটঃ- এক্স এমন এক ব্যক্তি যিনি কৃষ্ণাঙ্গ মানুষের অধিকারে বিশ্বাসী এবং জর্জ ফ্লয়েডের বিরুদ্ধে সহিংসতার প্রতিবাদে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন। তিনি অনেক প্রচার চালিয়েছেন এবং বিক্ষোভকে তহবিলও দিয়েছেন। তবে সাম্প্রতিক দাঙ্গায় এক্সের দোকানটি পুড়ে যায় এবং এইভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এই পরিস্থিতিতে, পুলিশ প্রতিবাদে অংশ নিতে অস্বীকৃতির বিনিময়ে এক্সকে সুরক্ষা সরবরাহ করে।
এক্স হিসাবে এই সংসদ আর প্রতিবাদে অংশ নেবে না।
কনটেক্সটঃ- পলিমিওরি (Polyamory) হল সম্পর্কে জড়িত সমস্ত অংশীদারদের অবহিত সম্মতিতে একাধিক অংশীদারের সাথে রোমান্টিক সম্পর্ক স্থাপনের অনুশীলন।
এই সংসদ এমন একটি পৃথিবীতে থাকতে পছন্দ করে যেখানে সমস্ত রোমান্টিক সম্পর্ক সম্মতভাবে পলিমিওরাস(Polyamorous)।
কনটেক্সটঃ- নেতিবাচক দৃষ্টিভঙ্গী হলো এমন একটি মেডিটেশন কৌশল যা ব্যক্তিদের নিজের জিনিসগুলি এবং উপভোগ করা জিনিসগুলো হারাতে পারলে জীবন কেমন হবে তা চিন্তা করা প্রয়োজন।
এই সংসদ এমন একটি পৃথিবীতে থাকতে পছন্দ করবে যেখানে লোকেরা নেতিবাচক দৃষ্টিভঙ্গি অনুশীলন করে।
কনটেক্সটঃ-সন্তান জন্মদানের এবং প্রতিপালনের জন্য শুধুমাত্র বাবা-মা এর ক্ষেত্রে বাধ্যতামূলক কৃতজ্ঞ থাকতে হবে এমন একটি ন্যারাটিভ রয়েছে।
এই সংসদ বিশ্বাস করে যে, উক্ত ন্যারাটিভ সন্তানের জন্য নৈতিক দায়বদ্ধতা নয়।
কনটেক্সটঃ- খান একজন ইরাকি বংশোদূভূত ব্রিটিশ। তিনি ২০১১ সালে যুক্তরাজ্যে ত্যাগ করে পাড়ি জমান সুদূর সিরিয়াতে ইসলামিক স্টেট (Islamic State)- এ যোগদান করবার উদ্দেশ্যে। আইএস এ তৎপর থাকাকালীন তিনি আইএস-এর বিভিন্ন ধরণের জঙ্গি তৎপরতায় সক্রিয় অংশগ্রহণ করেন। আইএস এ কর্মরত থাকাকালীন এক পর্যায়ে তার উপলব্ধি হয় আইএস- এর কর্মকাণ্ড নৈতিকভাবে সমর্থনযোগ্য নয়, এমনকি তা ইসলামেরও পরিপন্থী। তিনি নিজের ভুল বুঝতে পারেন এবং আইএস এর ক্যাম্প ছেড়ে পালিয়ে কোনোভাবে যুক্তরাজ্যে গিয়ে পৌঁছান।
এই সংসদ খান হিসেবে নিজের পূর্ব জঙ্গি পরিচয় প্রকাশ করবে।
কনটেক্সটঃ- "রিমসন" একটি নিরপেক্ষ তৃতীয় সত্তা।রিমসন পৃথিবী, সৌরজগত বা মহাশূন্যের যেকোন কিছুই নিরপেক্ষ অবস্থান থেকে যৌক্তিক বিচার বিশ্লেষণ করে থাকে।
এই সংসদ (রিমসন হিসেবে) কোভিড-১৯ এর ভ্যাক্সিন উৎপাদনকে সমর্থন করে না।
কনটেক্সটঃ- আপনি একটি অত্যন্ত আন্ডার রিপ্রেজেন্টেড ইনস্টিটিউশনের একজন অত্যন্ত সম্মানিত বিতার্কিক। আপনি একটি মেজর আন্তর্জাতিক বিপি টুর্নামেন্টের বাবল রাউন্ডে জাজ করতে বসেছেন। বিচারকার্য করার সময়ে দেখা গেলো ১ম এবং ২য় স্থান এর সিদ্ধান্তটি অত্যন্ত কাছাকাছি। যেহেতু এটি বাবল কক্ষ, সেহেতু শুধুমাত্র ১ম র্যাংকিং টিমটিই ব্রেক করবে। আলোচ্য ঐ দুইটি টিমদুইটির মধ্যে একটি টিম প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন থেকে এসেছে, এবং অন্য টিমটি একটি অত্যন্ত আন্ডার রিপ্রেজেন্টেড ইনস্টিটিউশন থেকে এসেছে এবং তাদের কোনো মেজর ব্রেকের রেকর্ড নেই। আপনার লজিক্যাল রিজনিং এর মাধ্যমে বিচার করে আপনি এই সিদ্ধান্তে পৌছালেন যে, প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশন থেকে যে টিমটি এসেছে তারা বিতর্কটি জিতে এবং, আপনার একমাত্র প্যানেলিস্টও একই সিদ্ধান্তে পৌছালো যে বিতর্কটি অল্প ব্যবধানে ওই প্রেস্টিজিয়াস ইনস্টিটিউশনের টিমটিই জিতে।
এই সংসদ সক্রিয়ভাবে চেষ্টা করবে যাতে বিতর্কের ফলাফল ওই আন্ডার রিপ্রেজেন্টেড ইনস্টিটিউশনের পক্ষে যায়, এবং তাদের স্পীকার স্কোর বৃদ্ধি (ইনফ্লেশন) পায়।
কনটেক্সটঃ- "চিরযৌবন প্রাপ্তি" বলতে এমন কোনো প্রক্রিয়া কে বোঝানো হয় তার ফলে ৩৫ বছর বয়সের পর কারো বয়স বৃদ্ধি থেমে যাবে।
এই সংসদ চিরযৌবন প্রাপ্তির কোনো পন্থা অবলম্বনে অনুতপ্ত।
কনটেক্সটঃ- ফাস্ট ফ্যাশন হলো চলমান ট্রেন্ডের পরিপ্রেক্ষিতে ম্যাস-প্রোডিউসড কমদামী পোশাক সামগ্রী।
এই সংসদ, ফাস্ট ফ্যাশনের উত্থানে অনুতপ্ত।
কনটেক্সটঃ- Illusion of Choice বিহীন পৃথিবী হচ্ছে এমন একটি পৃথিবী যেখানে মানুষ জানবে যে, তার বেশিরভাগ সিদ্ধান্ত স্বাধীন নয়, আরোপিত।
এই সংসদ, lllusion of Choice বিহীন পৃথিবীতে বসবাস করতে চায়।
কনটেক্সটঃ- সোলমেট মানে হলো দুজন ব্যক্তির মনের সংযোগ, একটি পারস্পারিক শ্রদ্ধা, একটি নিঃশর্ত ভালোবাসা এবং সম্পূর্ন বুঝাবুঝির সম্পর্ক। একজন ব্যক্তির সোলমেট একজন ই হতে পারে। সোলমেট খুজে পাওয়া সম্ভব।
এই সংসদ, মানুষকে তার সোলমেট সম্পর্কে জানাবে।
কনটেক্সটঃ- যেকোন ইস্যুতে কারো সমর্থন দেওয়া বা মতপ্রকাশের ব্যাপারে সরাসরি যুক্তি দিয়ে সেই ইস্যুটির বিরোধিতা না করে, অন্য ইস্যুতে একই সিদ্ধান্তে না আসার উদাহরন দিয়ে যুক্তি বাতিল করার প্রবনতাকে হোয়াটএবাউটিজম বলে।
এই সংসদ হোয়াটএবাউটিজম সমর্থন করে না।
কনটেক্সটঃ- পাকিস্তানের জাতির পিতা মোহাম্মদ আলী জিন্নাহ ১৯৩৬ সালে মুম্বাই এ এসে বাংলো তৈরি করেন যার নাম "জিন্নাহ হাউজ "। দেশ বিভাগের আগ পর্যন্ত তিনি সেখানেই থাকেন। সেই বাড়িতেই তিনি মহত্মা গান্ধী , নেহরু, লর্ড মাউন্টব্যাটেন এর সাথে সাক্ষাত ও আলোচনা করেন । বর্তমান বিজেপি সরকার সিদ্ধান্ত নিয়েছে "জিন্নাহ হাউজ" ধ্বংস করার।
এই সংসদ একজন সচেতন ভারতীয় মুসলিম হিসেবে , বিজেপির "জিন্নাহ হাউজ" ধ্বংস করার সিদ্ধান্তকে সমর্থন করবে।
কনটেক্সটঃ- করোনা বা কোভিড-19 তৈরিতে চীনের হাত আছে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এই সংসদ (মার্কিন যুক্তরাষ্ট্র) চীনের উপর অর্থনৈতিক অবরোধ আরোপ করবে।
কনটেক্সটঃ- কোন ছেলে বা মেয়ের বয়স যখন ১৮ হবে তখন তাকে সকল প্রকার ধর্মীয় রীতি নীতি থেকে মুক্তি দেওয়া হবে। এরপর সে ২ বছর কোন প্রকার ধর্মীয় অন্তর্ভুক্তি ছাড়া নিজের মত জীবনযাপন করবে এবং ২ বছর শেষে সে সিদ্ধান্ত নিবে যে সে কোন ধর্ম পালন করতে চায় । এর প্রথাটির নাম "রুপ্সপ্রিঙ্গা"।
এই সংসদ পৃথিবীর একটি অন্যতম প্রধান ধর্ম হিসাবে "রুপ্সপ্রিঙ্গা" সমর্থন করে।
কনটেক্সটঃ- ট্রাইবাল ট্যুরিজম ইদানীংকালের খুবই জনপ্রিয় একটি ধারণা। এই ধারণায় ট্যুরিস্টরা, আদিবাসী জনপ্রধানের অনুমতি সাপেক্ষে তাদের বসবাসস্থলে গিয়ে কিছুদিন বসবাস করে এবং তাদের সংস্কৃতি কে জানার চেষ্টা করে।
এই সংসদ ট্রাইবাল ট্যুরিজম এর ধারণাকে সমর্থন করে না।
কনটেক্সটঃ- হাসনাত ইউটোপিয়া নামক রাষ্ট্রে বিদ্রোহী গ্রুপের নেতা।ইউটোপিয়া প্রতিজ্ঞা করেছে বিদ্রোহী গ্রুপের সবাইকে ক্ষমা করে দেয়া হবে যদি তারা বিদ্রোহ বন্ধ করে আত্মসমর্পণ করে। হাসনাতের বিদ্রোহী বাহিনী ব্যাপকভাবে সংখ্যায় কম।
এই সংসদ হাসনাত হিসেবে আত্মসমর্পণ করবে।
কনটেক্সটঃ- ২০৯৯ সাল। আমেরিকায় আজ প্রতিটি স্টেটে একজন করে সুপারহিরো রয়েছে যারা পুলিশের পাশাপাশি আইন-শৃঙ্খলা রক্ষায় কাজ করে থাকে। কিন্তু কমিক্সে আমরা যেরকম পড়ে এসেছি, তারা সেরকম না। অর্থাৎ সাধারণ মানুষদের মতো তাদেরও খারাপ গুণ রয়েছে। অনেকেরই বাইরে থেকে ভাল দিকগুলি বেশি প্রকাশ পেলেও মানুষ হিসেবে তারা খারাপ প্রকৃতির। প্রত্যেকটি সুপারহিরোই KD Inc. এর অধীনে চুক্তিভুক্ত। এই চুক্তির অধীনে সুপারহিরোরা নিজেদের ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করে। যেমন নিজেদের অভিনীত নাটক, সিনেমা বা কমিক সিরিজ। বুচার একজন সাধারণ নাগরিক যার স্ত্রী KD Inc. এ কাজ করতো। একদিন বিনা দোষে একজন সুপারহিরোর হাতে মারা যায় বুচারের স্ত্রী। কিন্তু KD Inc. সেই ঘটনা ধামাচাপা দিয়ে দেয়। বুচার এরপর সকল খারাপ সুপারহিরো ও KD Inc. এর পতনের জন্য উঠেপড়ে কাজ করতে থাকে এবং প্রমান সংগ্রহ করতে থাকে। সর্বশেষ প্রমাণ সংগ্রহ করতে গিয়ে সে জানতে পারে যে সকল সুপারহিরোই আসলে অনেক এক্সপেরিমেন্ট এর পর ল্যাবে তৈরি এবং এই বিষয়টি কোনো সুপারহিরোই জানে না। তারা মনে করতো যে তারা আসলে জন্মগতভাবেই গিফটেড।
এই সংসদ, বুচার হিসেবে, তার সকল প্রমাণাদি ফাস করবে না।
পরিস্থিতি ১ঃ- ফয়সাল সাহেব একজন ক্যান্সার রোগী।গতো ৬-৭ মাস ধরে উনি হাসপাতালে ভর্তি। তিনি গতকাল জানতে পারলেন যে তিনি আর মাত্র ৪ মাস বাঁচবেন।
পরিস্থিতি ২ঃ- নোজিক নামক এক বৈজ্ঞানিক এমন একটি মেশিন কল্পনা করলেন যা মানুষকে সকল ধরনের Physical Ability Experience (Climbing, Running Adventure) Virtual Reality এর মাধ্যমে দিতে পারে। তবে এতে একবার যাওয়ার পর যতোটা সময়ের জন্যই যাওয়া হোক না কেন এতে তার সত্যিকার জীবনসীমার মধ্যে হ্রাসমূলক প্রভাব ঘটে। (হয়তো কিছু সময় পর মারা যাওয়ার সম্ভাবনা আছে)
উল্লেখ্য যে, এই মেশিনে থাকাকালীন সময় বাইরের জগতের কোনো টেনশন থাকে না। একে আসল অভিজ্ঞতা বলে উক্ত ব্যক্তির মনে হয়।
পরিস্থিতি ৩ঃ- ফয়সাল সাহেব মতো মানুষেরা এই নোজিক মেশিনে একমাসের জন্য প্রবেশ করলে হয়তো ফিরে আসার পরে জীবন থেকেও কিছু সময় হারাবেন।
এই সংসদ (ফয়সাল সাহেব) নোজিক মেশিনে একমাসের জন্য প্রবেশ করবে।
ক্ল্যারিফিকেশনঃ পরিবার জানে তবে fully খুশি নাহ।
কনটেক্সটঃ- ৭৭ সেন্ট থেকে ১ ডলার- ধারা বা বাক্যটি পুরো বিশ্ব জুড়ে জনপ্রিয় এবং সামাজিক কর্মী ও নারীবাদী এটি ব্যবহার করে থাকে লিঙ্গভেদে কাজের মজুরি প্রদানের ক্ষেত্রে বৈষম্য সম্পর্কে বিশ্বকে সচেতন করতে। কিন্তু প্রায়শই এর বিপরিতে অনেক প্রতিক্রিয়া দেখা যায়। কারন এই ধারা অনেক ক্ষেত্রেই সত্য চিত্র প্রতিফলন করে না।
এই সংসদ ৭৭ সেন্ট থেকে ১ ডলার- এই বাক্য প্রচারে অনুতপ্ত।
কনটেক্সটঃ- পৃথিবীর ধ্বংস আগামী দিনের মধ্যে অনিবার্য। এখন পৃথিবীতে বসবাসরত মানুষদের নিয়ে অন্য স্থানে যাওয়া হবে। নতুন একটি বিশ্ব আবিষ্কার হয়েছে পৃথিবীর মত, যেখানে শুধু একটি মাত্র পন্থা রোপণ করা যাবে। আর এই পন্থা রোপণ নতুন পৃথিবীতে যাওয়ার পূর্বে করতে হবে।
এই সংসদ নতুন পৃথিবীর মানুষ হিসাবে নতুন বিশ্বে পুঁজিবাদ এর বদলে সাম্যবাদ পন্থা রোপণ করবে।
কনটেক্সটঃ- ইনফিনিট সুকুইয়ামি নামের একটি পদ্ধতি যার মাধ্যমে মানুষ একটি গাছের সাথে আটকে যাবে আর তারা পৃথিবীর মৃত্যুর পূর্ব পর্যন্ত সেখানে থেকে স্বপ্ন দেখবে নিজেদের মত। সেই স্বপ্ন মানুষ ভেদে হবে নিজেদের মত। অর্থাৎ সেই স্বপ্নে মানুষ নিজের মত পৃথিবী সাজাতে পারবে। বাধা দেওয়ার কেউ থাকবে না। কেউ যদি চায় পৃথিবীর শাসক হতে তাহলে হবে। কেউ যদি চায় পৃথিবীতে চিরশান্তি নেমে আসবে তাহলে আসবে ঐ ব্যাক্তির স্বপ্নে এবং এভাবে স্বপ্ন পরিচালিত হবে। কিন্তু মৃত্যুর পূর্ব পর্যন্ত ঐ ব্যক্তি ঐভাবেই থাকবে। অর্থাৎ বের হতে পারবে না।
এই সংসদ তৃতীয় বিশ্বের দেশ হিসাবে ইনফিনিট সুকুইয়ামি এর ধারনা কে সমর্থন করবে।
কন্টেক্সট-১:- ১৮ বছরের বয়সের ৫ জন মুসলিম আমেরিকান নাগরিককে কিডন্যাপ করা হয় আইসিস দ্বারা। এরা আইসিস এর টেরিটরিতে গিয়ে সম্পূর্ণ ব্রেইনওয়াশড হয়। পরবর্তীতে ২৪ বছর বয়সে আমেরিকায় ফিরে এসে মানুষের উপর বোস্বিং সহ অনেক ধরনের সন্ত্রাসমূলক কর্মকান্ড করে। সোয়াট বাহিনীর অপারেশন এ তাদের ৩ জন জনকে জীবিত অবস্থায় এরেস্ট করে।
কন্টেক্সট-২:- মেমরি ইটার নামের একটি মেশিন বিদ্যমান যা একজন মানুষের স্মৃতি একটি নির্দিষ্ট সময়ের জন্যে মুছে দিতে পারে।
এই সংসদ আমেরিকান আদালত হিসেবে তিনজনের স্মৃতি মুছে খালাস দিবে।
কনটেক্সটঃ- মাশফিক একজন চাকুরীজীবি এবং তিনি তার সন্তানসন্ততিদের ও স্ত্রী নিয়ে শহরে বসবাস করে। একদিন অফিসের যাওয়ার পথে দূর্ঘটনার শিকার হন। এই দূর্ঘটনা দেখে তার পরিবার বাকিদের মৃত দেখে তাকেও মৃত ধরে নেন। ঘটনার দশবছর পরে মাশফিকের কাছে বন্ধু ইশতি একটি কাজে গ্রামে যায় এবং সে মাশফিকের মতো হুবহু একজনকে দেখতে পায় এবং জানতে পারে যে এই ব্যক্তিকে এক জেলে নদীর ধারে পেয়েছিলো অর্থাৎ এই মাশফিক। মাশফিকের উক্ত গ্রামেও একজন স্ত্রী ও সন্তান রয়েছে। ইশতি তার বন্ধু মাশফিককে এইসব জানালে তার আগের ও বর্তমান উভয় স্মৃতি মস্তিকে সহাবস্থান করবে।
এই সংসদ, (ইশতি হিসাবে) মাশফিককে এই কথা জানিয়ে দিবে।
কনটেক্সটঃ- বিজ্ঞানী দম্পত্তি নোবিতা ও সুজুকা একে-অপরকে ভালোবাসে। নোবিতা Physician এবং সুজুকা Chemist। তাদের কাজ ও পারদর্শীতার ক্ষেত্র ভিন্ন। পৃথিবী পাল্টে দেওয়া এক যুগান্তকারী কিন্তু ঝুঁকিপূর্ণ এক্সপেরিমেন্টে নোবিতার মৃত্যু হয় যেখানে সুজুকার কোন সম্পৃক্ততা ছিল না।
এই সংসদ, সুজুকা হিসেবে নোবিতার অপূর্ণ এক্সপেরিমেন্ট চালিয়ে যাবে।
কনটেক্সট-১ঃ- "The adjustment bureau" এমন একটি পৃথিবীতে সরাসরি কাজ করে যেখানে মানুষের জীবনের সব কিছু আগে থেকেই এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান পরিকল্পনা করে রাখেন। ব্যান্তি জীবনে কখন কী করবে,কোথায় সফলতা পাবে,তা সম্পূর্ণ পরিকল্পিত। ব্যাক্তির জীবনে কোন ইচ্ছা বা পছন্দ নেই বরং তাকে চেয়ারম্যান এর পরিকল্পনা অনুযায়ী চলতে বাধ্য করা হয়। এই "The adjustment bureau" এর কাজ সম্বন্ধে একজন ব্যাক্তি জানেন না অর্থাৎ ব্যাক্তিকে না জানিয়ে চেয়ারম্যান তার পরিকল্পনা বাস্তবায়ন করেন। এই পৃথিবীতে ব্যক্তির মৃত্যুর পরে স্বর্গ কিংবা নরক বলে কিছু নেই।
কনটেক্সট-২ঃ- অন্য পৃথিবীতে মানুষ তার কোন কাজ করার ক্ষেত্রে সে কাজ করার আগে তার পছন্দ বা ইচ্ছা (option or choice) বেছে দেখতে পারে,এবং সেই অনুযায়ী পদক্ষেপ নিতে পারে। এই ক্ষেত্রে তার কাজগুলো আগে থেকে "The adjustment bureau " এর চেয়ারম্যান এর দ্বারা পরিকল্পিত না। ব্যক্তির কাজ ও এর ফলাফল অনুষায়ী তার জন্যে স্বর্গ কিংবা নরকে স্থান নির্ধারিত হয়। ব্যুরোর চেয়ারম্যান এখানে তার অফিসারদেরদেরকে মানুষের রূপে পাঠান মানুষকে ভালো-খারাপের মহত্ব শেখানোর জন্য। ব্যক্তি জন্মগ্রহণ করার আগে তাকে এই দুটো পৃথিবীর একটা বেছে নিতে বলা হয়, ব্যক্তির বেছে নেওয়ার পরে সে এই বাছাইকরণ এর ঘটনা ভুলে যায়।
এই সংসদ ব্যক্তি হিসেবে এমন একটি পৃথিবীতে বসবাস করতে চায়,যেখানে "The adjustment bureau" তার জীবনের পরিকল্পনা করবে।
কনটেক্সটঃ- National Retail Foundation এর হিসাব অনুযায়ী ২০১৯ সালে মা দিবস উপলক্ষ্যে মানুষ ২৫ বিলিয়ন ইউএস ডলার খরচ করেছে।
এই সংসদ, মা দিবসের ধারণাকে সমর্থন করে না।
কনটেক্সটঃ-একটি Lie Detecting App তৈরি হয়েছে যেটির সাহায্যে সামনের থাকা মানুষের কথোপকথন এর সত্যতা বেশ দক্ষতার সাথে যাচাই করা যায়।
এই সংসদ Lie Detecting App টিকে বৈধতা দিবে।
কনটেক্সটঃ- এমন একটি যন্ত্র আবিষ্কৃত হয়েছে যা সন্তান জন্মগ্রহনের পরে সে কোন স্কিল এ ভবিষ্যতে ভালো করবে তা বলে দিতে পারে।
এই সংসদ যন্ত্রটি ব্যবহারের অনুমতি দিবে।