কনটেক্সটঃ- সাম্প্রতিক সময়ে সুশান্ত সিং রাজপুত সুইসাইড করেছেন। ফেসবুকসহ সকল Social Platform এ এই ঘটনা নিয়ে অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে।

এই সংসদ, সুইসাইডাল ঘটনাগুলো অতিমাত্রায় Social Platform এ উঠে আসায় অনুতপ্ত।


কনটেক্সটঃ- টার্গেটেড মার্কেটিং: গুগল, ফেসবুক, ইউটিউব, ডেটিং সাইট ইত্যাদি ওয়েবসাইট আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার থেকে তথ্য সংগ্রহ করে তার উপর ভিত্তি করে আপনাকে বিভিন্ন পণ্য সেবার বিজ্ঞাপন দেয়।

এই সংসদ অনলাইনে টার্গেটেড মার্কেটিং নিষিদ্ধ করবে।


# এই সংসদ, ইন্টারনেটে এবং গণমাধ্যমে বেনামে সকল প্রকার পোস্ট ও কমেন্টের ওপর নিষেধাজ্ঞা আরোপ করবে।


# এই সংসদ সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিজ্ঞাপন নিষিদ্ধ করবে।


কনটেক্সটঃ- এমন একটি পরীক্ষা আছে যা কোনও ব্যক্তির যৌক্তিকতা পরীক্ষা করতে পারে।এই সংসদ সামাজিক ওয়েবসাইটগুলি ব্যবহারের শর্ত হিসেবে (ফেসবুক, ইউটিউব ইত্যাদি) ঐ পরীক্ষায় ন্যূনতম স্কোর অর্জন করা বাধ্যতামূলক করবে।


# এই সংসদ, অনলাইন বিজনেসের উপর কর আরোপ করবে।


# এই সংসদ, বিগ ফাইভ (Facebook, Google, Amazon, Apple, Microsoft)  ভেঙ্গে ছোট ছোট কোম্পানিতে রূপান্তর করবে।


# এই সংসদ, সামাজিক যোগাযোগ মাধ্যমের সংস্থাগুলোকে অযাচিত(Fake) খবর ছড়িয়ে দেওয়ার জন্য দায়বদ্ধ করবে।


কনটেক্সটঃ- করোনা মহামারি বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে একপ্রকার থামিয়ে রেখেছে। এই অবস্থায় বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত পাঠ্যসূচী শেষ করানোর চেষ্টা করছে।

অন্যদিকে শিক্ষার্থীদের একটি বিরাট অংশ অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে নিজেদের নন-একাডেমিক সফট স্কিল ডেভেলপমেন্ট ও একাডেমিক স্কিল ডেভেলপমেন্টের বিভিন্ন কোর্স করছে।

এই সংসদ বাংলাদেশে ইন্টারনেট সমস্যা নেই ধরে নিয়ে, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানিকভাবে অনলাইনে নির্ধারিত পাঠ্যসূচী সমাপ্তকরণে জোর না দিয়ে ওয়েবসাইট ভিত্তিক অনলাইন লার্নিং-এ উৎসাহিত করবে।


# এই সংসদ লেখকের সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয়তার উপর ভিত্তি করে বই ক্রয় ও পড়াকে নিন্দা জানায়।


# এই সংসদ, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে ইন্টারনেট ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করবে।


# এই সংসদ কোনো অঞ্চলে চরম রাজনৈতিক বা সামাজিক সংঘর্ষ চলাকালীন সেই অঞ্চলে সামাজিক যোগাযোগ মাধ্যমসমূহের সংযোগ বন্ধ রাখবে।
















 

Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING