এই সংসদ ক্ষেত্রবিশেষে রাষ্ট্র কর্তৃক নাগরিকত্ব বাতিল সমর্থন করে। 


# এই সংসদ, নির্দিষ্ট অনাবাসিক এলাকায় নেশাদ্রব্য গ্রহন, ব্যবহার এবং বিক্রয় বৈধ করবে।


# এই সংসদ ডমেস্টিক ভায়োলেন্স অপরাধে প্রমাণিত অপরাধীদের জেলে নয় বরং নিরাময় কেন্দ্রে প্রেরণ করবে।


# এই সংসদ অপরাধ সম্পর্কিত তথ্যের বিনিময়ে কখনোই শাস্তি মওকুফ (শাস্তি কমানো বা লঘুকরণ) করবে না।


কনটেক্সটঃ- একটি বিশেষ পদ্ধতি আবিষ্কার হয়েছে যার মাধ্যমে আসামীদের মনে এক্স থেরাপির মাধ্যমে সকল রকম ভায়োলেন্স, যৌনতা, প্রভৃতির প্রতি ভয় তৈরি করার মাধ্যমে তাদেরকে ক্রাইম থেকে দূরে রাখা সম্ভব।

এই সংসদ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত আসামীদের এক্স থেরাপি দিয়ে জেল থেকে ছেড়ে দিবে।


কনটেক্সটঃ- পার্জ নাইট হলো বছরে নির্দিষ্ট ১২ ঘন্টার জন্য সকল ধরণের অপরাধ বৈধ।

এই সংসদ, পার্জ নাইট সমর্থন করে।


# এই সংসদ মনে করে "Culture Defense" বিচারকার্যে বিবেচনা করে আসামির শাস্তি দেয়া উচিত।


# এই সংসদ (একজন নিউট্রাল ও রেশনাল মানুষ হিসাবে) মনে করে, কৃষ্ণাঙ্গদের জন্য কৃষ্ণাঙ্গদের দ্বারা পরিচালিত জুডিশিয়াল ও ল-এনফোর্সমেন্ট ব্যবস্থা চালু করা উচিৎ।


# এই সংসদ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধীচক্রের চিহ্নিত লিডার/প্রধান/মূলহোতাদের বিচারবহির্ভূত গুপ্তহত্যা সমর্থন করে।


# এই সংসদ, আদালত বহির্ভূত দ্বিপাক্ষিক সমঝোতা (Out of Court Settlements) কে অনুমোদন দিবে না।


# এই সংসদ জননিরাপত্তার স্বার্থে রাষ্ট্রকে তার নাগরিকদের উপর সার্বক্ষণিক নজরদারি করার অধিকার দেবে।


# এই সংসদ বিশ্বাস করে, একই ধরণের অপরাধের জন্য একজন শিক্ষিত ব্যক্তির সবসময় একজন অশিক্ষিত ব্যক্তির চাইতে অধিক শাস্তি পাওয়া উচিৎ।


# এই সংসদ অপ্রাপ্ত বয়স্ক কেউ আত্মহত্যা করলে তার অভিভাবককে বিচারের আওতায় আনবে।


# এই সংসদ, আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামীদের কারাভোগের পরিবর্তে মৃত্যুদণ্ড বেছে নেয়ার সুযোগ দিবে।


# এই সংসদ, প্রতিষ্ঠিত অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে মিথ্যা সাক্ষ্যপ্রমাণের ব্যবহারকে সমর্থন করে।


# এই সংসদ, পুলিশ বাহিনীর সামরিকীকরণ (Using military grade weapon, Dressing uniforms with military resemblance) এর জন্য অনুতপ্ত।


কনটেক্সটঃ- জনাব জাহিদ একজন অবসরপ্রাপ্ত সৎ পুলিশ অফিসার। তার একমাত্র ছেলে জয়, পুলিশের চাকরিরত অবস্থায় সন্ত্রাসীদের হাতে নির্মমভাবে খুন হয়। সে ও তার বাবার আদর্শকেই ধারণ করতো। সকল প্রমাণাদি থাকা সত্ত্বেও আইনি জটিলতার কারনে সেই হত্যাকান্ডের বিচার হচ্ছে না। জনাব জাহিদ অনেক চেষ্টা করেও তার একমাত্র সন্তানের হত্যাকারীদের বিচার আইনি প্রক্রিয়ায় সম্পন্ন করতে ব্যর্থ।

এই সংসদ জনাব জাহিদ হিসেবে, তার সন্তান (জয়)- এর হত্যাকারীদের বিচার করতে আইন নিজের হাতে তুলে নিবে।


# এই সংসদ কোন পরিস্থিতিতেই জনসাধারণের মত প্রকাশের স্বাধীনতা হরণ করবে না।


কনটেক্সটঃ- Filial Responsibility Law হচ্ছে এমন একটি আইন যার মাধ্যমে পিতামাতা (কোনো কোনো ক্ষেত্রে নিকটাত্মীয়) তাদের গুরুতর প্রয়োজনে, যেমনঃ- দীর্ঘমেয়াদি চিকিৎসা, খাদ্য, বাসস্থান প্রভৃতি ক্ষেত্রে তার প্রাপ্তবয়স্ক সন্তানকে অর্থনৈতিকভাবে দায়িত্বগ্রহণে বাধ্য করতে পারে।

এই সংসদ, Filial Responsibility Law কে সমর্থন করে।


#এই সংসদ সেলিব্রিটিদের আইনভঙ্গের ক্ষেত্রে শাস্তির মাত্রা বৃদ্ধি করবে।


# এই সংসদ সাজা হিসেবে "মৃত্যুদন্ড" কে সমর্থন করে না।


# এই সংসদ, প্রমাণিত ধর্ষকদের তাদের যৌন অনুভূতি এবং জননশক্তি (টেস্টস্টেরন হরমান) নষ্ট করার মাধ্যমে শাস্তি প্রদান করবে।


কনটেক্সটঃ- নিজেই একজন অপরাধী এবং যে পুলিশকে তথ্য দেওয়ার বিনিময়ে যাকে পুলিশ গ্রেফতার করে না, তাকে Criminal Informant বলে।

এই সংসদ Criminal Informant এর ধারণা সমর্থন করে না।


এই সংসদ ট্রাম্পের country ban কে সমর্থন করে। 


এই সংসদ (ডোনাল্ড ট্রাম্প হিসেবে)আমেরিকার দাঙ্গা দমনে সেনাবাহিনী মোতায়েন করবে।



# এই সংসদ সামাজিক যোগাযোগ মাধ্যমে আনসেন্সরড বাক-স্বাধীনতা দিবে।


# এই সংসদ(একজন সমাজ সচেতন মধ্যবিত্ত হিসেবে) মহামারীর সময় মাফিয়াদের ত্রান ও সরঞ্জামভিত্তিক সহায়তার বিরোধিতা করবে।


# এই সংসদ কয়েদিদের সেনাবাহিনিতে সম্মুখ পরিষেবার বিনিময়ে শাস্তির মাত্রা কমানোর সুযোগ প্রদান করবে।


এই সংসদ নির্বাচনে প্রার্থী কর্তৃক  কোন প্রকার  বাণিজ্যিক প্রতিষ্ঠান হতে অনুদান গ্রহণ নিষিদ্ধ করবে। 


এই সংসদ (যুক্তরাষ্ট্র) সংবিধানের দ্বিতীয় সংশোধনী ধারা বাতিল করবে।


# এই সংসদ বিশ্বাস করে যে, ফৌজদারি সাজার(Criminal Sentencing) ক্ষেত্রে একমাত্র বিবেচনার বিষয় পুনর্বাসন(Rehabilitation) হওয়া উচিত।


# এই সংসদ শিশুশ্রমকে বৈধতা দিবে।


# এই সংসদ রাষ্ট্রীয় নিরাপত্তার স্বার্থে ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করবে।

















Comments
* The email will not be published on the website.
I BUILT MY SITE FOR FREE USING